বাংলাহান্ট ডেস্ক : পুজো মিটলেও ইলিশ নিয়ে চর্চা অব্যাহত। বাংলাদেশ থেকে কত ইলিশ এল, বাজারে দামই বা কবে আসবে সাধ্যের মধ্যে। এ নিয়ে আলোচনা চলছেই। যদিও এই সময় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চলছে। তবে এবার কার্যত লটারি লাগল মৎস্যজীবীদের (Digha)। বিরল প্রজাতির মাছ ধরে মালামাল হয়ে গেলেন তাঁরা।
দিঘা (Digha) মোহনায় উঠল বিরল প্রজাতির মাছ
রবিবার দিঘা (Digha) মোহনায় ওঠে ৮০ টি বিরল প্রজাতির তেলিয়া ভোলা মাছ। জানা যাচ্ছে, গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন মৎস্যজীবী আসিফ খান। তাঁর ট্রলারেই মাছগুলি ওঠে বলে জানা গিয়েছে। দিঘা (Digha) মোহনারই অজিত বড়াই নামে একজনের আড়তে তোলা হয় মাছগুলি।
কত দামে বিকোলো মাছ: এমন বিরল প্রজাতির মাছ দেখতে ভিড় শুরু হয় স্থানীয় থেকে পর্যটকদেরও। তেমনই মোটা অঙ্কের দামও উঠে এসেছে এই বিরল প্রজাতির মাছগুলির। প্রায় ৫০ লক্ষ টাকায় মাছগুলি (Digha) বিক্রি হয়েছে বলে খবর। কিন্তু কী কেন এত দাম এই বিরল মাছের?
আরও পড়ুন : অস্কার জোটেনি তো কী, ফিল্মফেয়ারে বাজিমাত ‘লাপতা লেডিজ’-এর, সেরা অভিনেতা-অভিনেত্রী হলেন কারা?
কেন এত দাম: মৎস্যজীবী সংগঠনের কর্মকর্তা জানান, এই মাছ খুবই বিরল প্রজাতির। এর মাংস ছাড়াও পাখনা এবং পটকারও প্রচুর চাহিদা (Digha)। তাই দাম এত বেশি। জানা গিয়েছে, এই মাছের পটকা এবং পাখনা ওষুধ তৈরিতে, ওষুধের ক্যাপসুলের আবরণ তৈরিতে কাজে লাগে।
আরও পড়ুন : ভাইবোনের মধ্যে আইনি লড়াই, ‘মল্লিক বাড়িতে সকলে…’, অন্দরমহলের কাহিনি শোনালেন কোয়েল
তেলিয়া ভোলা মাছের স্বাদও অপূর্ব। বিভিন্ন নামীদামী হোটেল, রেস্তোরাঁয় এই মাছ দিয়ে তৈরি হয় নানান রেসিপি। তাই এই মাছের দাম চড়াই থাকে। দিঘায় এমন মাছ ধরা পড়ায় ভিড় জমিয়েছিলেন উৎসুক মানুষ।