এই বছর লাস্ট, ২৫ সালে আর তৃণমূলকে দেখা যাবে না! নন্দীগ্রাম থেকে চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ এই বছরই লাস্ট, ২০২৫ সাল থেকে আর তৃণমূলকে দেখা যাবে না! ১৪ মার্চ নন্দীগ্রামে ‘শহিদ’ স্মরণের আগে এমনটাই দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নন্দীগ্রামের গোকুলনগরে নিহতদের উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপনের আগে জোড়াফুল শিবিরকে নিশানা করেন তিনি। আগামী বছর থেকে আর ‘নন্দীগ্রাম দিবস’ পালন করতে দেখা যাবে না তৃণমূলকে (TMC), এমন মন্তব্যও করেন।

আজ মোটরসাইকেল করে অনুষ্ঠান স্থলে পৌঁছন শুভেন্দু। এরপর তৃণমূলকে নিশানা করেন নন্দীগ্রামের (Nandigram) সাংসদ। বিজেপি (BJP) নেতা বলেন, ‘আগে যারা আসতো না, এখন তাঁরা আসে। আগে তো প্রথম প্রথম ২০২১-২২ সালে আমায় ঢুকতে দেবে না। একবার আমায় রাতে আসতে হয়েছে। একবার হাই কোর্ট থেকে অর্ডার নিয়ে আসতে হয়েছে’।

এখানেই না থেমে শুভেন্দু বলেন, ‘কুকুর মানুষের পায়ে কামড়ায়। মানুষ কখনও কুকুরের পায়ে কামড়ায় না। আমরা ভদ্রতা-সভ্যতা জানি। আমাদের নেতারা বলে এসেছেন, ১১টার মধ্যে আমরা সবাই চলে যাব। এরপর পরিযায়ী পাখিরা আসতে চাইলে আসুক। কোনও অসুবিধা নেই’।

আরও পড়ুনঃ চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক, গ্রহণ করলো বিজেপি! কখন, কোথায় মুখোমুখি হচ্ছে দুই দল?

এরপরেই শুভেন্দু দাবি করেন, এই বছরটাই শেষ! আগামী বছর থেকে আর তৃণমূলকে (Trinamool Congress) দেখা যাবে না। নন্দীগ্রামে দাঁড়িয়ে স্থানীয় বিধায়ক বলেন, ‘এই বছর ওঁদের শেষ আসা। পরের বছর আর এঁদের পাবেন না। হুমকি যেমন বন্ধ হয়ে গিয়েছে, আমি বাইকে করে এলাম। আগে খারাপ কথা বলতো, রাস্তায় গণ্ডগোল করতো। সেই সাহস এখন শেষ হয়ে গিয়েছে। আর কথা দিয়ে গেলাম। এই লোকগুলোর এই বছর লাস্ট। আমার সঙ্গে মিলিয়ে নেবেন। ২৫ সালে এঁদের আপনি দেখতে পাবেন না’।

mamata suvendu s

প্রসঙ্গত, চলতি বছরও নন্দীগ্রাম দিবস পালন করা নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে টানাপোড়েন হয়। পুলিশের তরফ থেকে পদ্ম-শিবিরকে সকাল ১০টার মধ্যে অনুষ্ঠান শেষ করার কথা জানানো হয়। এরপর তৃণমূলের জন্য সময় নির্ধারণ করা হয়। কলকাতা থেকে যে তৃণমূল নেতারা নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে এসেছেন, তাঁদের ‘পরিযায়ী পাখি’ বলেও এদিন কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর