ঘর পরিষ্কারের সময় খুঁজে পাওয়া জিনিস ইঙ্গিত দেবে দিওয়ালির শুভ মুহূর্ত

Published on:

Published on:

Diwali if you see this thing befor you will know it is auspicious time

বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহের শেষে কড়া নাড়ছে দীপাবলি (Diwali)। প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি উদযাপিত হয়। এই উৎসবের সারা দেশে দীপাবলি অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়। এছাড়াও এই দিন দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের পুজো করা হয়। পাশাপাশি একইসঙ্গে বাংলায় এই দিন ধুমধাম করে কালীপুজো হয়। যদিও দীপাবলির বেশ কয়েক দিন আগে থেকেই মানুষজন তাদের ঘর পরিষ্কার করা শুরু করে। এ বছর দীপাবলি ২০শে অক্টোবর। দিওয়ালির (Diwali) আগে ঘর পরিষ্কার করার সময় বেশ কয়েকটি জিনিস খুঁজে পেলে সেই ব্যক্তিদের ভাগ্য ভাল বলে মনে করা হয়। জেনে নিন সেগুলি কী কী।

দেওয়ালির আগে এই জিনিস দেখলেই বুঝবেন শুভ সময় (Diwali)

এবার দীপাবলির (Diwali) আগে অনেকেই তাদের ঘর পরিষ্কার করেন। এই বছর পড়েছে ২০ অক্টোবর। আর এই সময় ঘর পরিষ্কার করার সময় যদি কিছু জিনিস খুঁজে পান, মনে করা হয় সেই সব ব্যক্তিদের ভাগ্য ভালো। জেনে নিন সেই জিনিস গুলো কী কী?

Diwali if you see this thing befor you will know it is auspicious time

আরও পড়ুন: হজমের গন্ডগোল? দায় হতে পারে আপনারই রোজকার কিছু আচরণ, চিকিৎসকদের মতামত

লাল কাপড় খুঁজে পাওয়া: দীপাবলির (Diwali) আগে বাড়ি পরিষ্কার করার সময় আপনি যদি লাল কাপড় খুঁজে পান। তাহলে সেটিকে শুভ বলে মনে করা হয়। কারণ ঘর পরিষ্কার করার সময় লাল কাপড় খুঁজে পেলে পরিবারে শুভ সময় ইঙ্গিত পাওয়া যায়।।

ময়ূরের পালক খুঁজে পাওয়: দীপাবলির সময় ঘরে ময়ূরের পালক পাওয়া গেলে, মনে করা হয় দেবী লক্ষী ও ভগবান বিষ্ণু সেই ঘরে রয়েছে। এছাড়াও সেই বাড়িতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ রয়েছে। আর এর ফলে অর্থ ও আর্থিক সমস্যার শীঘ্রই সমাধান দেখা যায়।

টাকা প্রাপ্তি: দীপাবলির সময় ঘর পরিষ্কার করতে গিয়ে কোথাও যদি আপনি টাকা পান। তাহলে সেটি শুভ লক্ষণ। কারণ এই সময় পুরনো কাপড়ে, পকেটে অথবা পারসে টাকা পাওয়া খুবই শুভ বলে মনে করা হয়।

শঙ্খ ও কড়ি: দীপাবলির (Diwali) সময় ঘর পরিষ্কার করতে গিয়ে আপনি যদি কড়ি ও শঙ্খ খুঁজে পান। তাহলে সেটাকে শুভ বলে ধরা হয়। পুরান মতে শঙ্খ পাওয়ার অর্থ হলো ভবিষ্যতে আপনি আর্থিক লাভের সম্মুখীন হবেন।

[ডিসক্লেমার: এই প্রতিবেদনের বক্তব্য হিন্দুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই বাংলা হান্টের।]