শীতের মরশুমে সমুদ্র-পাহাড়কে ছেড়ে এবার হ্রদ ভ্রমণই নতুন গন্তব্য

Published on:

Published on:

Travel these three lakes in the lap of nature

বাংলা হান্ট ডেস্ক: ভ্রমণ প্রিয় বাঙালীর কাছে ঘুরতে যাওয়ার কথা বললে সবার আগে মাথায় আসে দিপু দার কথা (। অর্থাৎ ঘুরতে গেলে সবার পাহাড় অথবা সমুদ্রের কথা মনে করেন। কিন্তু পুজোর পরে অধিকাংশ মানুষই উত্তরবঙ্গ অথবা পুরীতে ঘুরতে যাবেন। সেখানে গেলে এখন আপনি লোকের সমাগম পাবেন। তবে আপনার যদি শহরের কোলাহল থেকে নির্জনে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান‌। তাহলে ঘুরে আসতে পারেন এই তিনটি কাছে পিঠের হ্রদে।

প্রকৃতির কোলে ঘুরে আসুন এই তিন হ্রদ (Travel)

পুজোর পরে ঘুরতে যাওয়ার ইচ্ছে সকলেরই থাকে। কিন্তু কোথায় ঘুরতে যাবেন সে নিয়ে এখনো কিছু ঠিক করে উঠতে পারেননি। যার ফলে আপনারা যথারীতি চিন্তিত। তবে চিন্তার কিছু নেই, আজ আপনাদের সঙ্গে এমন তিনটি হ্রদের সন্ধান দেব। যেখানে আপনি অনায়াসে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন (Travel)।

Travel these three lakes in the lap of nature

আরও পড়ুন: ঘর পরিষ্কারের সময় খুঁজে পাওয়া জিনিস ইঙ্গিত দেবে দিওয়ালির শুভ মুহূর্ত

ভেম্বনাদ হ্রদ: কেরলের অন্যতম পর্যটক কেন্দ্রের মধ্যে অন্যতম হল ব্যাক ওয়াটার। এখানে গেলে পরে আপনি দুপাশে নারকেলের সারি দেওয়া গাছ দেখতে পাবেন। পাশাপাশি দেখতে পাবেন সবুজ ধানের ক্ষেত। আর এটি একটি দ্বীপ। কেরলের ব্যাংক ওয়াটারকে ‘প্রাচ্যের ভেনিস’ বলে অনেকে চেনেন। আর সেখানেই রয়েছে ভেম্বনাদ হ্রদ। এখানে গেলে আপনি নৌকোয় করে ঘুরে দেখতে পারেন (Travel)।

লোকটাক হ্রদ: বিষ্ণুপুর জেলায় মৈরাংয়ে অবস্থিত এই লেকটি। মনিপুরের রাজধানী ইম্ফল থেকে দূরত্ব ৩৯ কিলোমিটার। পাশাপাশি এই হ্রদটি ২৮৬ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এখানে আসলে পরে আপনি এই রাতে দিনভর পাখিদের আনাগোনা দেখতে পাবেন।

চিল্কা হ্রদ: পুরী, খুরদা, গঞ্জাম জুড়ে বৃষ্টি তো চিল্কা হ্রদ। এই জলরাশিকে ঘিরে রয়েছে পাহাড়। অবশ্য পুরীর থেকে যেমন চিল্কা ঘুরে আসা যায়। তেমনি যাওয়া যায় রম্ভা ও বরকুলও। এখানে গেলে আপনি দেখতে পারবেন ডলফিন। পাশাপাশি চিল্কার অন্যতম আকর্ষণ পরিযায়ী পাখি (Travel)।