বড় ঘোষণা পূর্ব রেলের, হোলিতে ছুটবে একাধিক অতিরিক্ত ট্রেন! জানুন কোথা থেকে কোথায়

বাংলাহান্ট ডেস্ক : পূর্ব রেলের পক্ষ থেকে হোলি উপলক্ষে ৬টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে হোলিতে অতিরিক্ত ১৬ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন ট্রেনে। শিয়ালদহ-গোরক্ষপুর, শিয়ালদহ-গয়া, শিয়ালদহ-পুরী, কলকাতা-জয়নগর, মালদহ-আনন্দবিহার, মালদহ-বালসাদের মধ্যে এই বিশেষ ট্রেনগুলি চালানো হবে।

২২ মার্চ সন্ধে‌ সওয়া ছ’টায় শিয়ালদহ থেকে গোরক্ষপুরের উদ্দেশ্যে স্পেশাল ট্রেন ছাড়বে। শিয়ালদা থেকে গয়ার উদ্দেশ্যে স্পেশাল ট্রেন ছাড়বে ২৪ মার্চ রাত সওয়া ন’টার সময়। শিয়ালদা থেকে পুরীর উদ্দেশ্য স্পেশাল ট্রেন ২৮ মার্চ রাত ১১.৫০ মিনিটে ছাড়বে। ২২ মার্চ রাত ১১.৫৫ মিনিটে ছাড়বে কলকাতা থেকে জয়নগরের ট্রেনটি।

আরোও পড়ুন : আদৌ ১৫ মার্চ থেকে চালু হবে তো গঙ্গার নীচের মেট্রো? পরিষেবা শুরুর আগেই বাড়ছে আশঙ্কা

মালদহ থেকে ২৫ মার্চ সকাল সাড়ে ন’টার সময় আনন্দ বিহারের ট্রেনটি ছাড়বে। বালসা- মালদা টাউন হোলি স্পেশাল ট্রেনটি ২১ মার্চ এবং ২৮ মার্চ রাত ২২.০০ টায় বালসা ছেড়ে আসবে, সেটি মালদা এসে পৌঁছবে তৃতীয় দিন সকাল ৯.৪৫ মিনিটে। অন্যদিকে, মালদা – বালসা হোলি স্পেশাল ট্রেন মালদা টাউন থেকে ছাড়বে ২৪ ও ৩১ মার্চ রাত সকাল ৯.৩০ মিনিটে।

train new 1

উল্লেখ্য, দোল উৎসব আগামী ২৫ মার্চ। রঙের উৎসবে মেতে ওঠে ৮ থেকে ৮০ সবাই। ইতিমধ্যে দোকানে দোকানে দেখা যাচ্ছে আবির ও রঙের বাহার। রঙের উৎসবে অনেকেই ঘুরতে বেরিয়ে পড়েন। তাই স্বাভাবিকভাবেই যাত্রী চাপ বাড়ে রেলের উপর। যাত্রীদের কথা মাথায় রেখে তাই রেল অতিরিক্ত বেশ কিছু ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল এবার।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর