ভোটের মুখে বিরাট খবর, বদলে গেল ঔরঙ্গজেবের স্মৃতি বিজাড়িত আহমেদনগরের নাম, বড় পদক্ষেপ শিন্ডের

বাংলা হান্ট ডেস্ক : কিছুসময় আগেই মহারাষ্ট্র (Maharashtra) সরকার বেশ বড় পদক্ষেপ নিয়েছে। তারা ঔরঙ্গাবাদ এবং ওসমানাবাদের নাম পরিবর্তন করে। ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন করে রাখা হয় ছত্রপতি শম্ভাজি নগর এবং ওসমানাবাদের নাম পরিবর্তন করে রাখা হয় ধারাশিব। এরপর বুধবার মহারাষ্ট্র মন্ত্রিসভা আহমেদনগর (Ahmednagar) এবং ভেলহা তহসিলের (Velha Tehsil) নাম পরিবর্তন করতে চলেছে।

আহমেদনগরের নাম রাখা হবে বিখ্যাত মারাঠা রানী অহল্যা বাঈ হোলকারের নামে এবং ভেলহা তহসিলের নাম বদলে রাখা হবে রাজগড়। উল্লেখ্য যে, মারাঠা নায়ক ছত্রপতি শিবাজীর মারাঠা সাম্রাজ্যের প্রথম রাজধানী ছিল ভেলহাতে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ঘোষণা করেন নাম পরিবর্তনের বিষয়ে।

শিন্ডে বলেন, “সরকার আহমেদনগর জেলার নাম পুণ্যশ্লোক অহল্যা দেবী হোলকারের নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের সরকার ভাগ্যবান যে এই সিদ্ধান্ত আমরাই নিতে পেরেছি। অহল্যা দেবীর কাজ ছিল হিমালয়ের মতো বিশাল, তার নাম এই জেলার সম্মান বাড়াবে,”।

ahm 1710328621768 1710328627958

সরকারের মতে, অনেক জনপ্রতিনিধি, নাগরিক এবং সংগঠন আহমেদনগর শহরের নাম পরিবর্তনের দাবি তোলেন। রাজ্য সরকার আহমেদনগর পৌর কর্পোরেশনের প্রস্তাবও পেয়েছে এই বিষয়ে। সমস্ত দিক খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন : ২৬-এ যেই জিতুক, বাংলার সরকারের মেয়াদ হবে ৩ বছর! ‘এক দেশ, এক ভোট’ নীতি নিয়ে তোলপাড় রাজ্য

বিষয়টি সম্পর্কে এক আধিকারিক বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রকের সংশোধিত নির্দেশিকা অনুসারে এবং কেন্দ্রের অনুমোদন পাওয়ার পরেই নামকরণের প্রস্তাবে সিলমোহর দেওয়া হয়েছে। আহমেদনগর জেলা, তালুকা এবং পৌর কর্পোরেশনের নাম পরিবর্তন করার প্রক্রিয়াটি চালাবে রাজস্ব ও নগর উন্নয়ন বিভাগ,’।

আরও পড়ুন : মমতাকে মা সারদার সঙ্গে তুলনা সুজাতার! ‘ও অপ্রকৃতিস্থ’, পাল্টা কটাক্ষ সৌমিত্র খাঁয়ের

এর আগে 2023 সালের আগস্টে মহারাষ্ট্র বিধানসভার সর্বসম্মতিক্রমে ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন করে রাখা হয় ছত্রপতি শম্ভাজি নগর এবং ওসমানাবাদকে করা হয় ধারাশিব। সেবার বিনাবাধায় নাম পরিবর্তন হয়ে যায়। এরইসাথে রাজ্য সরকার মুম্বাইয়ের আটটি রেলওয়ে স্টেশনের ঔপনিবেশিক নাম পরিবর্তন করারও সিদ্ধান্ত নিয়েছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর