বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে ধনতেরাস (Dhanteras)। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথিতে পালন করা হয় ধনতেরাস। এটি মূলত স্বাস্থ্য সমৃদ্ধি ও মঙ্গলে প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু এখনো অনেকের মনে প্রশ্ন থাকছে যে চলতি বছর ধনতেরাস কবে পড়ছে। জেনে নিই সেই সম্পর্কে বিস্তারিত সকল তথ্য।
পঞ্জিকা অনুযায়ী এবারের ধনতেরাসের দিন নির্ধারিত (Dhanteras)
পঞ্জিকা অনুযায়ী চলতি বছর ১৮ অক্টোবর শনিবার পড়েছে ধনতেরাস (Dhanteras)। কথিত আছে এই দিন ধন-সম্পত্তির দেবী মা লক্ষ্মী, ধন সম্পদের দেবতা কুবের ও ধন্বন্তরির পুজো করা হয়। এই পুজো করলে পরে সংসারে সুখ সমৃদ্ধি বেড়ে যায়।
আরও পড়ুন: ডেভিলড এগ আরও স্বাস্থ্যকর, ওটসের ব্যবহার বাড়াল সুস্বাদু টুইস্ট , রইল রেসিপি
জেনে নিন কবে পড়েছে এই বছরের ধনতেরাস?
চলতি বছর কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথি ১৮ অক্টোবর শনিবার পড়েছে ধনতেরাস। শনিবার এই তিথি লাগছে দুপুর ১২.১৮ মিনিটে। ও ১৯ অক্টোবর রবিবার দুপুর ১.৫১ মিনিট পর্যন্ত চলবে এই তিথি।
ধনতেরাস পুজোর সেরা সময়?
পঞ্জিকা মতে, ১৮ অক্টোবর ধনতেরাসের পুজোর শুভ সময় পড়ছে সন্ধ্যা ৭.১৬ থেকে ৮.২০ পর্যন্ত। এই দিন সোনা, রুপো, গহনা, যানবাহন, সম্পত্তি ইত্যাদি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় (Dhanteras)।
জেনে নিন ধনতেরাসের ব্রক্ষ মুহূর্ত :
ব্রহ্ম মুহূর্ত – ভোর ৪.৪৩-৫.৩৩ পর্যন্ত।
অভিজিৎ মুহূর্ত – সকাল ১১.৪৩ থেকে দুপুর ১২.২৯ পর্যন্ত।
বৃষভ কাল – সন্ধ্যে ৭.১৬ থেকে রাত ৯.১১ পর্যন্ত।
প্রদোষ কাল – রাত ৫.৪৮ থেকে রাত ৮.২০ (Dhanteras)।
[বিঃ দ্রঃ- এই প্রতিবেদনের বক্তব্য হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই বাংলা হান্টের।]