উঠল নিষেধাজ্ঞা, শয়ে শয়ে ট্রলার রওনা সমুদ্রে, ডিমভরা ইলিশে ছেয়ে যাবে বাজার

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : উঠে গেল সরকারি নিষেধাজ্ঞা। আবারও জোরকদমে শুরু হল ইলিশ (Hilsa Fish) অভিযান। ২ রা অক্টোবর থেকে ১১ দিনের নিষেধাজ্ঞা ছিল মাছ ধরায়। ইলিশের প্রজনন সময়ে বিঘ্ন না ঘটানো এবং মা ইলিশ সংরক্ষণ করতে সরকারি ভাবে জারি হয়েছিল এই নিষেধাজ্ঞা। রবিবার মধ্যরাতে উঠে যায় নিষেধাজ্ঞা। তারপরেই ফের ইলিশের (Hilsa Fish) খোঁজে সমুদ্রে পাড়ি দিয়েছেন মৎস্যজীবীরা।

নিষেধাজ্ঞা উঠতেই ইলিশের (Hilsa Fish) খোঁজে মৎস্যজীবীরা

রবিবার নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমার মতো জায়গা থেকে শয়ে শয়ে ট্রলার রওনা দেয় সমুদ্রের উদ্দেশে। নিষেধাজ্ঞা উঠতেই ফের সমুদ্রে পাড়ি দিয়েছেন মৎস্যজীবীরা। মাছ (Hilsa Fish) ধরায় নিষেধাজ্ঞা থাকায় এতদিন সমুদ্রে যেতে পারেননি মৎস্যজীবীরা। তার জেরে বাজারে মাছের যোগানে টান পড়েছিল। তবে এবার নিষেধাজ্ঞা উঠতেই বাজারে আবারও মাছ আসবে বলে আশাবাদী ব্যবসায়ীরা।

Fishermen again going to sea for hilsa fish

প্রতি বছর জারি হয় নিষেধাজ্ঞা: ইলিশের (Hilsa Fish) প্রজননের সময় থাকায় প্রতি বছর ১৫ ই এপ্রিল থেকে ১৪ ই জুন ৬১ দিনের নিষেধাজ্ঞা জারি করে মৎস্য দফতর। তারপরেও ইলিশ রক্ষা করা যাচ্ছিল না। গত কয়েক বছর ধরেই ইলিশের (Hilsa Fish) যোগান কম থাকা নিয়ে অতিরিক্ত সুরক্ষার দাবি জানিয়েছিল মৎস্যজীবী সংগঠনগুলি।

আরও পড়ুন : অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে হোয়াটসঅ্যাপ, সুপ্রিম কোর্টে নালিশ করতে গিয়ে ধমক খেলেন চিকিৎসক

অতিরিক্ত নিষেধাজ্ঞার নির্দেশ: তাঁদের দাবি মেনেই আবার আলাদা ভাবে মাছ (Hilsa Fish) ধরার উপরে ১১ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়। তা সত্ত্বেও যারা নিয়ম ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ ছিল। এমনকি মৎস্যজীবীদের নৌকা বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন : বাড়ি বদলাবেন? নো চিন্তা, ‘মুভার্স প্যাকার্স’ এর পরিষেবা এবার ডাকবিভাগে!

ইলিশের মরশুমের শুরুর দিকে ভালো মাছ উঠেছিল মৎস্যজীবীদের জালে। কিন্তু পরের দিকে যোগান কমতে শুরু করে। মৎস্যজীবী সংগঠনের তরফে বলা হয়, কিছু সময়ের জন্য সমস্যা মেনে নেওয়া গেলেও ইলিশ সংরক্ষণ ছাড়া আর কোনও রাস্তাই নেই।