বাংলা হান্ট ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় কোনো বিজেপি এজেন্ট থাকতে দেওয়া হবে না বলে বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল (Trinamool Congress) সাংসদ জগদীশ বসুনিয়া। তাঁর এই মন্তব্যই রাজনৈতিক মহলে শুরু করেছে তীব্র তোলপাড়।
বুথে বিজেপি এজেন্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল (Trinamool Congress) সাংসদের
জগদীশ বসুনিয়া এদিন স্পষ্ট বলেন, “এর জন্য যে ওষুধ প্রয়োগ করতে হয়, তাই করতে হবে। কোথাও কোনো এজেন্ট বসবে না।” এ মন্তব্যের সঙ্গে সঙ্গে তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, “এখন থেকেই খুঁজে বের করুন কে কে বুথে বিজেপির এজেন্ট হতে চায়। তাঁকে মেপে নিন। যে ওষুধ প্রয়োগ করা দরকার সেই ওষুধই দিতে হবে যাতে কেউ বিজেপির এজেন্ট হয়ে বসতে না চায়।”
তৃণমূল (Trinamool Congress) সাংসদ এই বার্তা তিনি দেন দলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগ দিয়ে। তিনি আরও বলেন, “আগামীকাল থেকে সব বুথে খবর নেবেন। কারা কারা বিজেপি করতে চাইছে, কারা ২০২৬-এর নির্বাচনে বিজেপির বুথ এজেন্ট হতে চায়, এত বড় সাহস কার আছে, সেই খবর নেবেন। ২০২৬ সালের আগে যেন সে বলে আমি আর বিজেপির পোলিং এজেন্ট হব না। আমি তোমার সঙ্গে আছি। তার জন্য যা যা করা দরকার, তা করবেন।”
জগদীশ শুধু মুখে নয়, তিনি রীতিমতো হুঙ্কারের সুরে বলেন, “যেখানে যে ওষুধ দরকার সেটা দেবেন। ক্যানসারের জন্য কেমো থেরাপি দরকার, ওখানে ট্যাবলেট, স্যালাইন দিলে হবে না। কেমো দিতে হবে। পেটে পাথর হলে কেটে অপারেশন করে পাথর বের করতে হবে। হাতে-পায়ে গ্যাংরিন হলে সেই জায়গাটা কেটে বাদ দিতে হয়, নাহলে ঘা ছড়াবে। আগামীদিনে এলাকায় তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী রাখতে হলে আমাদের সেই কাজই করতে হবে।”
আরও পড়ুনঃ কখন থেকে শুরু হবে নৈহাটির বড়মার পুজো? ভোগ-প্রসাদের জন্য কি ব্যবস্থা আছে? জানুন সমস্ত খুঁটিনাটি
তবে শুধু জগদীশ নন, বীরবাহা হাঁসদা থেকে মনোজ তিওয়ারি সকলের বক্তব্যে শোনা যায় হুঙ্কারের সুর। বীরবাহা বলেন, বাংলায় থাকবে শুধু একটি দল, তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। অন্যদিকে মনোজ তিওয়ারি বলেন, “বদলা হবে ছাব্বিশে।” এসব মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা শুরু হয়েছে। তৃণমূল নেতাদের হুংকার দেওয়ার এই তালিকায় এবার নতুন সংযোজন হিসেবে এলেন জগদীশ।