PF তোলা আরও সহজ! নতুন নীতিতে পুরো ১০০ শতাংশ টাকা পাওয়া যাবে একেবারে সহজভাবে

Published on:

Published on:

EPFO PF withdrawal made easy 100% money at once

বাংলা হান্ট ডেস্ক: এবার থেকে পিএফ জমানো আরও সহজ হল। কারণ এবার থেকে পিএফে জমানো ১০০ শতাংশ টাকায় সহজে তোলা যাবে। সোমবার অছি পরিষদের বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইপিএফও (EPFO) এমপ্লয়েজ প্রফিডেন্ট ফান্ড অর্গানাইজেশন সংক্রান্ত নানা পরিষেবাকে আরও আধুনিক ও সরল করার জন্য এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

PF তোলা সহজ হলো, ১০০% টাকা একবারে (EPFO)

এই দিন কেন্দ্র শ্রম, যুব ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডবীয়র ভভাপতিত্বে বসেছিল। সেইখানে সেন্ট্রাল অফ বোর্ড ট্রাস্টর এর ২৩৮ তম সভা ছিল। আর সেখানেই ইপিএফ-র উদারীকরণসহ টাকা তোলার প্রক্রিয়া সহজ করা ও বিশ্বাস প্রকল্পের ঘোষণা পাশাপাশি ইপিএফ ৩.০ কার্যকর করার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে (EPFO)।

EPFO PF withdrawal made easy 100% money at once

আরও পড়ুন: জমি-বাড়ির নথি সমস্যায় নাগরিকদের পাশে রাজ্য, নভেম্বরেই শুরু নতুন পরিষেবা

এক নজরে অনুমোদন গুলো দেখে নিন :

১) ১৩ টি পুরনো নিয়মকে একত্রিত করে গোটা প্রক্রিয়াকে সহজ করা হল। পাশাপাশি সদস্যদের ১০০ শতাংশ পর্যন্ত টাকা তোলার অধিকার দেওয়া হয়েছে।

২) এবার থেকে পড়াশোনা, বিয়েসহ একাধিক জরুরি পরিস্থিতিতে পি এফ-র সম্পূর্ণ টাকা তুলতে পারবেন গ্রাহকেরা।

৩) কেন্দ্রে তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে পড়াশোনার জন্য দশবার সম্পূর্ণ টাকা তোলা যাবে। আর বিয়ে উপলক্ষে এই সুবিধা পাওয়া যাবে সর্বোচ্চ পাঁচ বার।

৪) পাশাপাশি টাকা তোলার জন্য কমানো হয়েছে ন্যূনতম কর্মজীবনের সময়কাল। এবার থেকে কেউ যদি ১২ মাস বা এক বছরের জন্য ইপিএফও-র সদস্য থাকেন। তাহলে ১২ মাস ১দিন থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন তিনি।

এর পাশাপাশি আরো বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে এই এপসেস শতাংশ টাকা তুলতে পারার ক্ষমতা মানে কেউ নিজের পিএফ (PF) অ্যাকাউন্ট একেবারে ফাঁকা করে দিতে পারবেন। সেটি কিন্তু নয় (EPFO)।