দু’দিনের ছুটি? দূরে নয়, পাশের রাজ্যের পাহাড়ি জনপদই হতে পারে পারফেক্ট উইকেন্ড গেটওয়ে

Published on:

Published on:

Odisha visit the hill villages of neighboring states for a two-day change of scenery

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যে চলছে উৎসবের মরশুম। এরই মাঝে অনেকে ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করছে। এবার আপনিও যদি ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন। কিন্তু কোথায় যাবেন তা ভেবে উঠতে পারছেন না। তাহলে আজকে প্রতিবেদনটা আপনার জন্য। কারণ আজকে আপনাদেরকে এমন একটি জায়গার কথা বলব যেখানে আপনি অল্প কিছু টাকার ঘুরতে যেতে পারেন। জায়গাটি হল ওড়িশা (Odisha)।

দু’দিনের হাওয়াবদলে ঘুরে আসুন পাশের রাজ্যের পাহাড়ি গ্রামে (Odisha)

পুজোর ছুটির পর ঘুরতে যেতে পারেন ওডিশার (Odisha) নীলগিরি পাহাড়ে। এখানে গেলে পরে দু রাত কাটিয়া আসতে পারবেন। পাশাপাশি এখানে প্রাকৃতিক পরিবেশ আপনার মন ভাল করতে বাধ্য। এছাড়াও এখানে যেতে হলে আপনাকে বালেশ্বরের কাছে গাড়ি থামাতে হবে। এখানে দেখতে পাবেন জলধারা।

Odisha visit the hill villages of neighboring states for a two-day change of scenery

আরও পড়ুন: PF তোলা আরও সহজ! নতুন নীতিতে পুরো ১০০ শতাংশ টাকা পাওয়া যাবে একেবারে সহজভাবে

কীভাবে যাবেন?

আপনি যদি বিমান পথে যান তাহলে আপনাকে কলকাতা থেকে ভুবনেশ্বর নামতে হবে। সেখান থেকে গাড়ি নিয়ে আপনি পৌঁছে যান পঞ্চলিঙ্গেশ্বর। অথবা আপনি যদি রেল পথে যান তাহলে আপনাকে নামতে হবে বালাসোর। বালাসোর স্টেশনে পৌঁছে বাস অথবা শেয়ার গাড়ি করে পৌঁছে যেতে পারেন পঞ্চলিঙ্গেশ্বর। এখানে থাকার জন্য বেশ কিছু হোটেল ও রিসোর্ট আছে। তবে আগের থেকে বুকিং করে আসা ভালো।

কোথায় থাকবেন?

নীলগিরি পাহাড়ের চূড়ার অবস্থিত এই মন্দিরটি পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখানে যেতে হলে ২৬০ টি সিঁড়ি ভেঙ্গে আপনাকে পৌঁছতে হবে। পাশাপাশি জনশ্রুতি রয়েছে। এছাড়াও এই পাহাড়ের খাঁজে প্রাকৃতিকভাবে সৃষ্টি পাথরের পাঁচটি শিবলিঙ্গ জন্য এই জায়গাটির নাম দেওয়া হয়েছে পঞ্চলিঙ্গেশ্বর। এছাড়াও এখানে ভোর কিংবা সন্ধ্যা নামার মুখে বণ্যপ্রাণীদের যাতায়াত বাড়ে। কপাল ভালো থাকলে দেখা মিলতে পারে তাদের। হাতে যদি সময় থাকে সেখান থেকে ঘুরে আসতে পারেন চন্দনেশ্বর এবং চাঁদিপুর থেকে (Odisha)।