বাংলা হান্ট ডেস্ক: উৎসবের আবহে ক্রমাগত সোনার দাম (Gold Price) ঊর্ধ্বমুখী থাকায় চিন্তার ভাঁজ মাথায় পড়ে ছিল মধ্যবিত্তদের। তবে উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। তার উপর সামনেই ধনতেরাস। এই সময় অনেকেই সোনা কেনেন। কিন্তু বর্তমানে সোনার যা হয়েছে তাতে যথারীতি গহনা কিনতে ভয় পাচ্ছে। এক নজরে দেখে নিন আজকের প্রাইস।
ধনতেরাসের আগে সোনার দামে আগুন, দেখুন আজকের রেট (Gold Price)
ধনতেরাসের আগে আবার বাড়ল সোনার দাম (Gold Price) । এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাজ পড়েছিল সাধারণ মানুষের মাথায়। এমনকি বিক্রেতারাও বেশ চিন্তায় পড়েছিল। বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছে। এমনকি ২২ ক্যারেট সোনার দাম পার করেছে ১লাখের গণ্ডিতে রয়েছে। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায়, বিশেষজ্ঞরা বলছেন এইতো সবে শুরু, বছরের শেষের দিকে আরও দাম বাড়বে সোনার। দেখুন আজকের রেট।
আরও পড়ুন: দু’দিনের ছুটি? দূরে নয়, পাশের রাজ্যের পাহাড়ি জনপদই হতে পারে পারফেক্ট উইকেন্ড গেটওয়ে
মঙ্গলবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১১৮৭৫টাকা (+১৩০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১১৮৭৫০ টাকা (+১৩০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১২৪৯৫ টাকা (+১৪০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১২৪৯৫০টাকা (+১৪০০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১২৪৩০ টাকা (+১৩৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১২৪৩০০টাকা (+১৩৫০)।
সোনার পাশাপাশি রুপোর দাম এক ঝলকে দেখে নিন। মঙ্গলবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৭৮৫৫(+৯৭৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৭৮৫৫০(+৯৭৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৭৮৪৫টাকা (+৯৭৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৭৮৪৫০টাকা (+৯৭৫০)।
বিশেষজ্ঞদের মতে গত কয়েক দিন ধরে সোনার দাম (Gold Price) যেভাবে বৃদ্ধি পাচ্ছে। তাতে ধারণা করা হচ্ছে, খুব তাড়াতাড়ি সোনার দাম এক লাখ টাকার কাছাকাছি হতে পারে। আবার কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে সোনার দাম সর্বোচ্চ পৌঁছে গিয়েছে চলতি বছরে। এছাড়াও আগামী দিনে এই দামে কিছু সংশোধিত হতে পারে। তবে বর্তমানে যেভাবে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে (Gold Price Rate) তাতে সোনার চাহিদায় কিছুটা হলেও প্রভাব পড়েছে।