বাংলা হান্ট ডেস্কঃ গতকালই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ হাসপাতালের ডেপুটি সুপার পদে ইস্তফা দেন আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি (Akhtar Ali)। এবারে তিনি যোগ দিলেন বিজেপিতে (BJP)। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আসন্ন নির্বাচনে দাঁড়াতে চান তিনি।
এ বার বিজেপিতে আখতার | Akhtar Ali
বিজেপিতে যোগ দিয়ে আখতার আলি জানিয়েছেন, ”আমি বিজেপির সদস্যপদ নিয়েছি। সেটা আমার ব্যক্তি স্বাধীনতা।” তিনি আরও বলেন, ”বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে আমি বলেছি বিজেপি যদিও আমাকে টিকিট দেয় তাহলে আমি ভোটে দাঁড়াবো। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবো।”
উল্লেখ্য, আরজি করের কলেজ এবং হাসপাতালের (RG Kar) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সূত্র ধরে সামনে উঠে এসেছিল আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির নাম (Akhtar Ali)। এই আখতার আলিই (Sandip Ghosh) সর্ব প্রথম সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলে সরব হন। তার অভিযোগেই প্রকাশ্যে আসে আরজি কর হাসপাতালি আর্থিক দুর্নীতি।
আখতার আলি ছিলে সন্দীপ ঘোষের (RG Kar-Sandip Ghosh) প্রাক্তন সহকর্মী। ২০২৩ সাল পর্যন্ত আর জি করেই কর্মরত ছিলেন আখতার। সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে সরকারি নিষ্ক্রিয়তা এবং ইডি তদন্তের দাবিতে হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন আখতারবাবু।
আর জি কড়ের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে রাজ্য ভিজিল্যান্স কমিশনকে লিখিত অভিযোগও জানিয়েছিলেন আখতার আলি। গতকাল সরকারি চাকরিতে ইস্তফা দেওয়ার পর আখতার বলেন, ‘‘সরকারি চাকরি করে দুর্নীতির বিরুদ্ধে লড়তে পারছি না। কেউ আমাকে লড়তে দেবে না। সেই কারণেই আমি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’’
তিনি আরও বলেছিলেন, ‘‘আমার দু’টি নীতি।স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আর পড়ুয়াদের ওপর যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে সরব হওয়া। আমার সেই লড়াই আমি চালিয়ে যাব।’’ উল্লেখ্য, আগে আরজিকর মেডিক্যাল কলেজে ডেপুটি সুপারের পদে ছিলেন আখতার আলি। পরে তাকে বদলি করে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে।
আরও পড়ুন: দুর্গাপুরের ছায়া খাস কলকাতায়! গার্ডেনরিচে পৃথক ঘটনায় ২ নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তোলপাড়
আবার সেখান থেকে তাঁকে পাঠানো হয় উত্তর দিনাজপুরে। সেখানে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ডেপুটি সুপার (নন-মেডিক্যাল) ছিলেন আখতার। আখতারের অভিযোগ, ”রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খোলার জন্যই তাকে বদলি করা হচ্ছে।” এদিকে প্রশাসনিক সূত্রে খবর, রুটিন বদলি করা হয়েছে আখতারকে।