শীতেও নো টেনশন, তিনটি ঘরোয়া উপকরণেই চুলে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা ও কোমলতা

Published on:

Published on:

Hair Care homemade hair pack will make your hair shiny

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আছে কালীপুজো। তাছাড়া আর কয়েকটা দিন পর শীত আসতে চলেছে। শীতকালে চুল একটু বেশি রুক্ষ লাগে। এবার এই রুক্ষতা কাটাতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন হেয়ার মাস্ক (Hair Care)। এই হেয়ার মাস্ক বানালে আসন্ন শীতে আপনার চুল রুক্ষ শুষ্ক হবে না। জেনে নিন সেই হেয়ার মাস্কের এর বিষয়।

ঘরোয়া হেয়ার প্যাক দিয়ে চুল হবে ঝলমলে (Hair Care)

শীতকালে অন্যান্য ঋতুর তুলনায় একটু বেশি চুলের যত্ন নিতে হয়। কারণ এই সময় চুল শুষ্ক হয়ে পড়ে তাড়াতাড়ি। এবার এই শুষ্কতা কাটাতে আপনি হয়তো বাইরের থেকে কিনে নিয়ে আসা প্রোডাক্ট ব্যবহার করেন। তবে এবার আর সেই সমস্ত প্রোডাক্ট ব্যবহার না করে ব্যবহার করুন ঘরে তৈরি করা হেয়ার মাস্ক (Hair Care)। যা আপনাকে কোমল ও উজ্জ্বল চুল দেবে।

Hair Care homemade hair pack will make your hair shiny

আরও পড়ুন: মাংসের কিমা আর ছোলার ডালের দারুণ জুটি, ঘরোয়া রেসিপি শিখে নিন আজই

মধু: মধু যে শুধুমাত্র শরীরের পক্ষে উপকারী তা কিন্তু নয়। এটি চুলের জন্য বেশ উপকারী। কারণ মধু অত্যন্ত ভালো হবে ময়েশ্চারাইজার করে। তাই দু কাপ উষ্ণ জলে ২-৩ টেবিল চামচ মধু মিশিয়ে জলটি ঠান্ডা হলে সেটি দিয়ে চুল ধুয়ে নিন‌। দেখবেন এতে চুল কোমল হয়েছে।

অ্যাপেল সাইডার ভিনেগার: ১ লিটার ঈষ উষ্ণ জলে এক কাপ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন। এরপর সেটি দিয়ে মাথার ত্বক ভালোভাবে ম্যাসাজ করুন। তারপর কিছুক্ষণ রেখে দিয়ে নরমাল জলে ধুয়ে ফেলুন। তবে খেয়াল রাখবেন মালিশ করার সময় চুলে যেন জট বা চাপ না পরে।

গ্ৰিন টি: অ্যান্টিঅক্সিডেন্ট এ ভরপুর গ্রিন টি। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ। যেটি চুলের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও গ্রিন টির সঙ্গে এক চামচ মধু মিশিয়ে সেটি চুলে ব্যবহার করতে পারেন। এতে আপনার চুল (Hair) উজ্জ্বল হবে (Hair Care)।