বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রী গণধর্ষণ কাণ্ডে মঙ্গলবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। নির্যাতিতার নিরাপত্তা সুনিশ্চিত করতে হাসপাতালের ভিতরে ও বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন বিচারপতি শম্পা দত্ত পাল। একই সঙ্গে, বিজেপির ধরনা কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুমতিও দিয়েছে আদালত।
নির্দেশে কি বলেছেন হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি?
বিচারপতি দত্ত পালের নির্দেশ, “আই-কিউ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যাতে কোনও বহিরাগত প্রবেশ করতে না পারে, তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে। আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।”
উল্লেখ্য, নির্যাতিতা ওই মেডিক্যাল কলেজেই চিকিৎসাধীন। সেখানেই রয়েছেন একাধিক চিকিৎসক, পড়ুয়া ও সাক্ষী। অভিযোগ, ঘটনার পর থেকে বহিরাগতদের অনুপ্রবেশে নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। এই কারণেই মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে হাই কোর্টের (Calcutta High Court) অবকাশকালীন বেঞ্চে আবেদন জানিয়েছিল।
মঙ্গলবার মধ্যাহ্নভোজের বিরতির পর বিচারপতি শম্পা দত্ত পাল সেই মামলার জরুরি শুনানি করেন। শুনানিতে কলেজ কর্তৃপক্ষের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, “হাসপাতালের ভিতরে প্রচুর বাইরের লোকজন ঢুকে পড়ছে। নির্যাতিতা ও সাক্ষীদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে পুলিশ পিকেটিং বসানো প্রয়োজন।” তাঁর বক্তব্য শুনে আদালত (Calcutta High Court) পুলিশ কমিশনারেটকে কঠোরভাবে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয়।
বিজেপির ধরনায় অনুমতি দিয়েছে আদালত
অন্যদিকে, দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে প্রতিবাদ হিসেবে বিজেপি আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির ময়দানে ধরনা শুরু করে ১৩ অক্টোবর। তবে পুলিশ প্রথমে বাধা দেয়। পরে আদালতের (Calcutta High Court) দ্বারস্থ হয় বিজেপি।
মামলার শুনানিতে বিজেপির আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, ‘আমরা আইন অনুযায়ী ধরনার আবেদন জানিয়েছি। ADDA-র সম্পত্তিতে ধরনার অনুমতি পাওয়ার পরও পুলিশ নানা কৌশলে বাধা দেওয়ার চেষ্টা করেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থেকে শুরু করে মঞ্চ বাঁধা আটকানোর চেষ্টাও হয়।”
আরও পড়ুনঃ “ভবানীপুরে বহিরাগতদের ভিড় বাড়ছে”, নিজ কেন্দ্র নিয়েই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী
১৯ অক্টোবর পর্যন্ত ধরনা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত
প্রসঙ্গত, এদিন হাই কোর্টে (Calcutta High Court) বিজেপির তরফে সাপ্লিমেন্টারি পিটিশন হিসেবে ADDA-র ইমেল অনুমতিপত্র পেশ করা হয়। বিচারপতি শম্পা দত্ত পাল বলেন, “যেহেতু উন্নয়ন পর্ষদের অনুমতি রয়েছে, তাই পুলিশকে আইন মেনে ধরনার অনুমতি দিতে হবে এবং সহযোগিতা করতে হবে।” আদালত বিজেপিকে ১৯ অক্টোবর পর্যন্ত ধরনা চালিয়ে যাওয়ার অনুমতি দেয়।