দেশের প্রথম ‘কোল্ড ডেজার্ট রিজার্ভ’ ঘোষণা, স্পিতি ভ্যালি পেল বিশেষ মর্যাদা

Published on:

Published on:

Spiti Valley India's first cold desert reserve

বাংলা হান্ট ডেস্ক: স্পিতি ভ্যালির নাম শোনেন নি এমন মানুষ খুব কম আছে। তবে এই ভ্যালুটাই কিন্তু আদরটা মরুভূমি। তবে মরুভূমি হলে বড় এখানে ঠান্ডা বিরাজমান। শুনতে অবাক লাগলো এই আশ্চর্য জিনিসটি রয়েছে ভারতবর্ষে। হিমাচল প্রদেশের লাহুল স্পিতি ভ্যালিকে (Spiti Valley) এবার দেশের প্রথম ‘কোল ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ’ হিসেবে চিহ্নিত করল ইউনেস্কো।

ভারতে প্রথম কোল্ড ডেজার্ট রিজার্ভ স্পিতি ভ্যালি (Spiti Valley)

সম্প্রতি চীনের হাংঝৌ প্রদেশে আয়োজিত ৩৭ তম ম্যান এন্ড দ্য বায়োস্ফিয়ার শীর্ষক অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটিং কাউন্সিলের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা করা হয় (Spiti Valley)। এই নিয়ে বিশ্বব্যাপী ম্যান এন্ড দ্যা বায়োস্ফিয়ার নেটওয়ার্কে ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যায় এসে দাঁড়ালো ১৩।

যে সমস্ত অঞ্চল বস্তুতন্ত্র ও জীববৈচিত্র খুব ভালোভাবে সংরক্ষিত হয়, ইউনেস্কো সেগুলোকে আলাদা করে চিহ্নিত করে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে চিহ্নিত করেন। পাশাপাশি স্পিতির এই ঠান্ডা মরুভূমির প্রায় ৭৭০০ স্কোয়্যার কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। তার মধ্যে ৭,৫৯১ কিলোমিটার স্পিতি ওয়াইল্ডলাইফ ডিভিশনের অন্তর্গত। এর সঙ্গে জুড়ে রয়েছে বরচালা পাস, সারচু, ভরতপুরের মতো জায়গা এবং লাহুলের বনাঞ্চল।

Spiti Valley India's first cold desert reserve

আরও পড়ুন: ভূত চতুর্দশীতে ১৪ শাক খাওয়ার পেছনে লুকিয়ে আছে বিশেষ তাৎপর্য, জানুন বিস্তারিত

এছাড়াও স্পিতির একটু অংশে যেমন রয়েছে কোর জোন। তারমানে ওপর একটু অংশে রয়েছে বাফার জোন। এই স্পিতি মূলত সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৩০০-৬৬০০ মেয়েটার পর্যন্ত বিস্তৃত এই ভূখণ্ড জুড়ে রয়েছে পর্বত ও সমতলভূমি। এই বায়োস্ফিয়ার রিজার্ভে উদ্ভিদ ও বন্যপ্রাণী উভয়ই সংরক্ষিত হবে। এছাড়াও একই সঙ্গে মানব জীবনে যাতে তার নিতিবাচক কোন প্রভাব না পড়ে সে বিষয়ে লক্ষ্য রাখা হবে।

যদিও এর আগে যে সমস্ত অঞ্চল গুলো বায়োস্ফিয়ারের অন্তর্ভুক্ত হয়েছিল সেগুলো হল, নীলগিরি (তামিলনাড়ু, কেরালা, কর্নাটক), গালফ অব মান্নার (তামিলনাড়ু), সুন্দরবন (পশ্চিমবঙ্গ), নকরেক (মেঘালয়), নন্দা দেবী (উত্তরাখণ্ড), গ্রেট নিকোবর (আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ), সিমলিপাল (ওড়িশা), পাচমারি (মধ্যপ্রদেশ), আচানকমার-অমরকণ্টক (ছত্তীসগড়/মধ্যপ্রদেশ), আগস্ত্যমালাই (তামিলনাড়ু/কেরল), কাঞ্চনজঙ্ঘা (সিকিম), পান্না (মধ্যপ্রদেশ)।

তবে আপনি চাইলে স্পিতি ভ্যালিতে (Spiti Valley) ঘুরতে আসতে পারেন। এখানকার মনোরম পরিবেশ আপনার মন ভালো করতে বাধ্য। তাছাড়া এখানে আসলে আপনি দেখতে পাবেন, কীবর ও তাবো মঠ, চন্দ্রতাল লেক, পাইন ভ্যালি ন্যাশনাল পার্ক, কাজ়ার মতো জায়গা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। পাশাপাশি রাতের আকাশে ‘স্টারগেজ়িং’-এর দৃশ্য উপভোগ করার জন্যও স্পিতির কদর বাড়ছে।