বাংলা হান্ট ডেস্ক: সামনে আসছে দীপাবলি ও ধনতেরাস। এই উৎসবে বহু মানুষই সোনা গয়না কেনেন। তবে বর্তমানে সোনার দাম (Gold Price) যেভাবে বাড়ছে। সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে গহনা কেন মধ্যবিত্তের কাছে স্বপ্ন সমান হয়ে দাঁড়িয়েছে। তবে আপনি যদি এই মুহূর্তে সোনা কেনার পরিকল্পনা করেন তা হলে এক নজরে দেখে নিন আজকের গোল্ড রেট।
বুধবার বাজারে সোনার দাম কত যাচ্ছে দেখুন? (Gold Price)
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেখুন আজকের রেট (Gold Price)।
আরও পড়ুন: জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ঘি-পেঁয়াজ ইলিশ, ভাইফোঁটায় পরিবারের জন্য রাঁধুন সহজ পদ্ধতিতে
আজ অর্থাৎ বুধবার প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ১১,৮১৫ টাকা। ২৪ ক্যারেটের দাম রয়েছে ১২,৮৮৯ টাকা। ১৮ ক্যারেটের দাম রয়েছে ৯,৬৯৭ টাকা। এর সঙ্গে জিএসটি অন্তর্ভুক্ত হবে। সোনার পাশাপাশি রুপোর দামও আজ বেড়েছে। গতকালের থেকে প্রতি কেজিতে ১ হাজার টাকা বেড়েছে। বুধবার রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৯০ হাজার টাকা প্রতি কেজি।
এক নজরে দেখে নিন গতকালের রেট। মঙ্গলবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১১৮৭৫টাকা (+১৩০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১১৮৭৫০ টাকা (+১৩০০)। মঙ্গলবার ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১২৪৯৫ টাকা (+১৪০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১২৪৯৫০টাকা (+১৪০০)। এছাড়াও গতকাল ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১২৪৩০ টাকা (+১৩৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১২৪৩০০টাকা (+১৩৫০)।
সোনার পাশাপাশি রুপোর দাম এক ঝলকে দেখে নিন। মঙ্গলবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৭৮৫৫(+৯৭৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৭৮৫৫০(+৯৭৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৭৮৪৫টাকা (+৯৭৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৭৮৪৫০টাকা (+৯৭৫০)।
সোনা (Gold) কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price )বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে।