“ভবানীপুরে ১ লক্ষ ভোটে জিতবেন মমতা”, তৃণমূল টার্গেট ঠিক করতেই পাল্টা আসরে বিজেপি

Published on:

Published on:

TMC Targets One Lakh Vote Lead for Mamata Banerjee in Bhawanipore

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচন এখনও বহু দূরে। কিন্তু তার অনেক আগেই ভবানীপুর (Bhawanipore) কেন্দ্রকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। বিজেপি আগেই দাবি করেছে, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর কেন্দ্র থেকেই হারাবে তারা।

ভবানীপুরে (Bhawanipore) মমতা বন্দ্যোপাধ্যায়কে এক লক্ষ ভোটে জেতানোর লক্ষ্য ঘোষণা তৃণমূলের

এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য করে বলেন, “ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রীকে হারানো এখন সময়ের অপেক্ষা।” সেই চ্যালেঞ্জের জবাব এবার সরাসরি মাঠে নেমে দিল তৃণমূল কংগ্রেস। বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকেই ভবানীপুরে (Bhawanipore) মমতা বন্দ্যোপাধ্যায়কে এক লক্ষ ভোটে জেতানোর লক্ষ্য ঘোষণা করলেন দলের শীর্ষ নেতৃত্ব।

বিজয়া সম্মিলনী উপলক্ষে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “আগামী এপ্রিলের মধ্যেই রাজ্যে নির্বাচন হয়ে যেতে পারে। তাই দলাদলি ভুলে একযোগে কাজ করুন। সংগঠন মজবুত করুন।” তিনি জানান, মুখ্যমন্ত্রী কোন কেন্দ্রে প্রার্থী হবেন তা এখনই নির্দিষ্ট নয়, তবে দলের প্রত্যেকে প্রস্তুত থাকুন।

দলের এক সিনিয়র নেতা বলেন, “আমাদের লক্ষ্য স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই প্রার্থী হবেন, সেখানেই তাঁকে জয়ী করা আমাদের দায়িত্ব। ভবানীপুরে (Bhawanipore) মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য জয়ী হবেন, এটা আমাদের অঙ্গীকার।”

ফিরহাদ হাকিমের কটাক্ষ

বিজয়া সম্মিলনীতে সুব্রত বক্সির বক্তব্যের পরেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তীব্র আক্রমণ শানান বিরোধীদের উদ্দেশ্যে। তিনি মন্তব্য করে বলেন, “পাগল-ছাগল অনেকেই আছে, যারা বলে আলিপুরে আমরা জিতব। আবার কেউ বলে ভবানীপুরে তৃণমূল হারবে। কিন্তু ভবানীপুরের মানুষ গর্বিত মানুষ, তারা জানে কাকে ভোট দিতে হয়। আমরা জেনুইন ভোটারদের তালিকা তৈরি রাখব। এরপর যারা যা খুশি করুক, সাধারণ মানুষের ভোট আটকানো যাবে না।” তিনি আরও বলেন, “আমরা ১ লক্ষ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাব। সাধারণ মানুষের ভোটেই উনি ফিরবেন।”

TMC Targets One Lakh Vote Lead for Mamata Banerjee in Bhawanipore

আরও পড়ুনঃ ‘১ কোটির বেশি অবৈধ নাম বাদ যাবে’, বাংলা SIR নিয়ে অঙ্ক কষলেন শুভেন্দু

বিজেপি বহুদিন ধরেই ভবানীপুরে (Bhawanipore) মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রচারে নেমেছে, তাঁরা দাবি করেছে এই কেন্দ্রেই শুরু হবে ‘তৃণমূলের পতন’। কিন্তু তৃণমূল স্পষ্ট বার্তা দিয়ে বলেছে যে, ভবানীপুর (Bhawanipore) মমতার দুর্গ, এবং সেই দুর্গ ভাঙা সহজ নয়।