কালীপুজোয় বিরিয়ানির বদলে এভাবে ট্রাই করুন মাংসের পোলাও, রইল রেসিপি

Updated on:

Updated on:

Recipe royal meat pola on your plate during Kali Puja

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসন্ন কালীপুজো। এই পুজোর দিন বাড়িতে যদি স্পেশাল কিছু রান্না করা কথা ভেবে থাকেন। তাহলে আজকে প্রতিবেদনটা আপনার জন্য। কারণ মাংস আর সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন ভিন্ন স্বাদের পোলাও। প্রণালী দেখে নিন (Recipe)।

কালীপুজোয় পাতে রাখুন রাজকীয় মাংসের পোলাও (Recipe)

কালী পুজোর (Kali Puja) দিন হয়তো আপনার বাড়িতে অতীতের সমাগম লেগেই থাকবে। এবার পরিবার ও অতিথিদের জন্য কি রান্না করবেন সেটি ভেবে উঠতে পারছেন। চিন্তা করার কিছু নেই। সামান্য কিছু উপকরণ দিয়ে সহজে বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পোলাও। রেসিপি রইল (Recipe)।

Recipe royal meat pola on your plate during Kali Puja

আরও পড়ুন: কালী পুজোর মরশুমে ইলিশের সরবরাহ বাড়ছে, বাজারে দাম কত হতে পারে?

উপকরণ:

মাংস ১ কেজি

বাসমতী চাল ১ কেজি

ঘি ৩০ গ্রাম

সাদা তেল ৫০ গ্রাম

গরমমশলা ১০ গ্রাম

পেঁয়াজ দুটি

টকদই ২ কাপ

আদাবাটা ২ চা চামচ

রসুনবাটা ২ চা চামচ

শা-জিরা, শা-মরিচ, জায়ফল, জয়ত্রী অল্প পরিমাণমতো

লঙ্কাগুঁড়ো

নুন, মিষ্টি

মাংসের স্টক

নারকেলের দুধ ২ কাপ

অল্প দুধে ভেজানো জাফরান

কেওড়াজল চামচ

গোলাপজল ২ চামচ

মিষ্টি আতর ১ ফোঁটা

প্রণালী: প্রথমে চালটি ধুয়ে নিন। এরপর একটি প্রেসার কুকারের মধ্যে মাংস ও চালের দ্বিগুণ জল দিয়ে প্রেশারে মাংস সেদ্ধ করে ছেঁকে রেখে দিন। এবার মাংস সেদ্ধ জলও রেখে দেবেন। তারপর কড়াইতে ঘি ও তেল গরম করে বাটা গরমমশলা ও তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজকুচি দিয়ে ভেজে একে একে রসুনবাটা, আদাবাটা, সেদ্ধ মাংস ও চাল দিয়ে ভালো করে রাঁধতে হবে। তারপর তাতে শা-জিরা, শা-মরিচ, জয়ত্রী, জায়ফল গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, চাল, নুন, চিনি দিয়ে নাড়াচাড়া করে এবার মাংস সেদ্ধ জল ও নারকেলের দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিতে হবে। এবার চাল সেদ্ধ হয়ে এলে তাতে দুধে ভেজানো জাফরান ও কেওড়াজল, গোলাপজল ও মিষ্টি আতর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।