বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যজুড়ে টোটো পরিষেবাকে নিয়ন্ত্রণে আনতে নম্বর প্লেট ও কিউআর কোড চালুর উদ্যোগ নিয়েছে রাজ্য পরিবহণ দপ্তর। এই পদক্ষেপের লক্ষ্য, টোটো চলাচলে শৃঙ্খলা আনা এবং দুর্ঘটনা রোধ করা। কিন্তু এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। মঙ্গলবার সল্টলেকের বিজেপি রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে কড়া ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি, টোটো রেজিস্ট্রেশনের এই সিদ্ধান্তের পেছনে রাজ্যের শাসক দল তৃণমূলের রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে আছে। তাঁর বক্তব্য, “২০২৬ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে ৫ লক্ষ টোটো–চালককে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার। যাতে ভবিষ্যতে তৃণমূলের সভা বা মিছিলে লোক জড়ো করতে অসুবিধা না হয়।”
টোটো চালকদের সরকারকে টাকা না দেওয়ার জন্য বিশেষ বার্তা দিলেন শুভেন্দু (Suvendu Adhikari)
বিরোধী দলনেতার (Suvendu Adhikari) আরও অভিযোগ করে বলেন যে, “পুজোর অনুদান বাড়ানো হচ্ছে, অথচ গরিব টোটো চালকদের কাছ থেকে বছরে হাজার টাকা করে রেজিস্ট্রেশনের নামে টাকা নেওয়া হচ্ছে! এই সিদ্ধান্ত সরকারকে এখনই প্রত্যাহার করতে হবে।” শুভেন্দু টোটো চালকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে বলেন যে, “টোটো চালকরা এখনই কোনও টাকা দেবেন না সরকারকে। বিধানসভা ভোটের পরে আমরা নতুন নীতি আনব।”
শুভেন্দুর (Suvendu Adhikari) এইরূপ মন্তব্যে তৃণমূল তীব্র প্রতিক্রিয়া দিয়েছে। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “রাজনীতি আর প্রশাসন আলাদা জিনিস, সেটা শুভেন্দু অধিকারী বোঝেন না। তিনি সংকীর্ণ রাজনীতির বাইরে কিছুই দেখতে পান না।”
অরূপের দাবি, “প্রতিদিনই অনিয়ন্ত্রিত টোটো চলাচলে দুর্ঘটনা ঘটছে। এতে টোটো চালক ও পথচলতি উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই রাজ্য সরকারের এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিজেপি আসলে বিশৃঙ্খলার রাজনীতি করছে। শুভেন্দু অধিকারীর এই উস্কানিতে কোনও টোটো চালক সাড়া দেবেন না।”
আরও পড়ুনঃ “ভবানীপুরে ১ লক্ষ ভোটে জিতবেন মমতা”, তৃণমূল টার্গেট ঠিক করতেই পাল্টা আসরে বিজেপি
রাজ্য সরকারের মতে, বহু মানুষের জীবিকা টোটোর সঙ্গে যুক্ত। তাই টোটো পরিষেবা বন্ধ না করে সেটিকে নিয়ম ও নিরাপত্তার আওতায় আনা জরুরি। পরিবহণ দপ্তর সূত্রে খবর, টোটো রেজিস্ট্রেশন ও নম্বরপ্লেট ব্যবস্থার মাধ্যমে টোট চালকদের পরিচয় ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের লক্ষ্য যেখানে দুর্ঘটনা রোধ ও জননিরাপত্তা। কিন্তু এখানে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে।।