বাংলা হান্ট ডেস্ক: বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) বর্তমানে রঞ্জি ট্রফির দ্বিতীয় মরশুমে খেলছেন। এবার, বিহারের রঞ্জি দলে তাঁর ভূমিকা কেবল একজন খেলোয়াড় হিসেবে নয়; বরং তিনি দিলেন সহ-অধিনায়কও।
রঞ্জি ট্রফিতে খেলছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi):
উল্লেখ্য যে, বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) রঞ্জি ট্রফিতে খেলার জন্য প্রতিদিন প্রায় ৪০,০০০ টাকা পাবেন। হ্যাঁ, ১৪ বছর বয়সী এই খেলোয়াড়ের আয় রঞ্জি ট্রফি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হবে। এমতাবস্থায়, যদি তিনি প্রতিদিন ৪০,০০০ টাকা আয় করেন, সেক্ষেত্রে রঞ্জি ট্রফি থেকে বৈভব সূর্যবংশী যে বিপুল আয় করতে চলেছেন তা আর বলার অপেক্ষা রাখে না।
বৈভব সূর্যবংশী প্রতিদিন ৪০,০০০ টাকা আয় করবেন: রঞ্জি ট্রফির চলতি মরশুমে, বৈভব সূর্যবংশী
(Vaibhav Suryavanshi) প্রতিদিন ম্যাচ ফি হিসেবে ৪০,০০০ টাকা পাবেন। এক্ষেত্রে ম্যাচ ফি নির্ধারিত হয় রঞ্জি ট্রফিতে একজন খেলোয়াড়ের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে। কমপক্ষে ২০ টি ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন একজন খেলোয়াড় প্রতিদিন ৪০,০০০ টাকা পান। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ম্যাচটি হবে বৈভব সূর্যবংশীর ষষ্ঠ রঞ্জি ট্রফি ম্যাচ। অতএব, তিনি প্রতিদিন ৪০,০০০ টাকা ম্যাচ ফি হিসেবে পাবেন।
আরও পড়ুন: উৎসবের মরশুমে ঘরে বানান কাজু বরফি, ধাপে ধাপে রেসিপি জেনে নিন
বৈভব সূর্যবংশীর মোট আয়: রঞ্জি ট্রফিতে, নকআউট পর্বের আগে প্রতিটি ম্যাচ ৪ দিনের হয়। সেই অনুযায়ী, বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) এই মরশুমে একটি রঞ্জি ট্রফি ম্যাচ থেকে ১,৬০,০০০ আয় করতে পারবেন। এর মানে হল, এই মরশুমের প্রথম রাউন্ডে বিহারের যে ৫ টি ম্যাচ খেলতে হবে, সেগুলি থেকে বৈভব সূর্যবংশীর মোট আয় হবে ৬,৫০,০০০ টাকা।
আরও পড়ুন: বিরল খনিজ নিয়ে চিন-আমেরিকা সংঘাত তুঙ্গে, পাশে ভারতকে চাইছে ওয়াশিংটন
এই খেলোয়াড়রা বৈভব সূর্যবংশীর চেয়ে বেশি আয় করবেন: একাধিক খেলোয়াড় রঞ্জি ট্রফিতে বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) চেয়ে বেশি আয় করবেন বলে অনুমান করা হচ্ছে। তাঁরা সেইসব খেলোয়াড় হবেন যাঁদের ২০ বা ৪০ টিরও বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। ২০ থেকে ৪০টি ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়রা প্রতিদিন ৫০,০০০ টাকা করে ম্যাচ ফি পাবেন। ৪০ টির বেশি ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়রা প্রতিদিন ৬০,০০০ টাকা করে পাবেন।