বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে শীতকাল। শীতের মরশুমে বহু মানুষই পাহাড় ঘুরতে যাওয়ার কথা ভাবেন (Travel)। এবার পাহাড় ঘুরতে যাওয়ার কথা বললে সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের (North Bengal) কথা। কিন্তু উত্তরবঙ্গে মোটামুটি শীতকালে লোকজনের ভিড় লেগে থাকে। এবার বরং দার্জিলিং না গিয়ে ঘুরে আসতে পারেন লাভা ও লোলেগাঁও।
পাহাড়ি সৌন্দর্য উপভোগ করুন লাভা-লোলেগাঁওতে (Travel)
এবার শীতের ছুটিতে পরিবার ও প্রিয়জনদের নিয়ে ঘুরতে যেতে পারেন কালিম্পং এর লাভা ও লোলেগাঁও। সেখানে গেলে আপনি দেখতে পাবেন পাইন বন। এছাড়াও পাহাড়ের চূড়ায় রয়েছে সারি সারি বাড়ি। এছাড়াও এখানে রয়েছে গুম্ফাদের স্কুল। তাছাড়া, লাভা থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে রয়েছে শেরপা ভিউ পয়েন্ট (Travel)।

আরও পড়ুন: জমিয়ে খাওয়ার মতো সুস্বাদু বিদেশি চিকেন ফাজিতো বানান বাড়িতেই, রেসিপি রইল
এছাড়াও আপনি যদি লাভা ঘুরতে আসেন তাহলে অবশ্যই ট্রেক রুট করতে পারেন। কারণ এখানে আপনি পাবেন ছাঙ্গে ফলস। বন্যপ্রাণী আনাগোনা রয়েছে। এছাড়া এখানে আসলে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। পাশাপাশি ভোরে এখানে আপনার ঘুম ভাঙবে পাখির কলতানে।
লাভা থেকে এবার ঘুরে আসতে পারেন লোলেগাঁও। লাভা থাকে মাত্র ২৪ কিলোমিটার দূরে আপনি দেখতে পাবেন পাইন, ফার, জুনিপার, ক্রিপ্টোম্যানিয়ার বনের ছায়ায় আরো এক বিস্তৃত গ্রাম। এখানে ভোরে সূর্যোদয় দেখলে আপনার জীবন সার্থক হবে।
কোথায় থাকবেন , কীভাবে যাবেন?
শিয়ালদা অথবা হাওড়া থেকে ট্রেন ধরে নিউ জলপাইগুড়ি স্টেশন নামতে হবে। সেখান থেকে গাড়ি ভাড়া করে কালিম্পং হয়ে লাভা- লোলেগাঁও পৌঁছতে হবে। তবে এই জায়গাটি অফবিট হলেও এখানে বেশ কিছু হোম স্টে আছে। তবে আগের থেকে বুক করে আসা ভালো (Travel)।













