প্রথম দিনেই এত্ত ভিড়! ভাঙল অতীতের সব রেকর্ড, কতজন উঠলেন গঙ্গার নীচের মেট্রোয় ?

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা মেট্রোর নতুন রেকর্ড। দীর্ঘ প্রতীক্ষার পর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে গঙ্গার নিচ দিয়ে শুরু হয়েছে মেট্রো চলাচল। দেশের মধ্যে এই প্রথম কোনও মেট্রো টানেল গেছে জলের তলা দিয়ে। সেই অর্থে এটিই ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো সিস্টেম। এই রুটের মেট্রোর দরজা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে গত ১৫ ই মার্চ থেকে।

অন্যদিকে, শোনা যাচ্ছে কলকাতা মেট্রো ভেঙে দিয়েছে অতীতের সব রেকর্ড। এমন চমকপ্রদ তথ্য শনিবার দেওয়া হয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। এই তথ্য জানার পর অনেকেই তাজ্জব হয়ে গেছেন। দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর সূচনার দিন সাক্ষী থাকলেন রেকর্ড সংখ্যক যাত্রী।

আরোও পড়ুন : মাত্র ৯৯৯ টাকায় নতুন ইলেকট্রিক স্কুটি! Motovolt M7 ইভি স্কুটারের উদ্বোধন হল কলকাতায়

জানা গেছে, প্রায় ৭০,০০০ যাত্রী সফর করেছেন এই রুটের সূচনার দিন। গত ৬ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেন এই মেট্রো লাইনের। এরপর গত ১৫ তারিখ থেকে এই রুটে মেট্রো পরিষেবা চালু হয়েছে বাণিজ্যিকভাবে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে ৪.৮ কিলোমিটার মেট্রো অংশের প্রথম দিন সফর করেছেন ৭০,২০৪ জন যাত্রী।

আরোও পড়ুন : ভোটের আগে ফের উত্তপ্ত সন্দেশখালি! এবার জনগণের রোষের মুখে পঞ্চায়েত প্রধান

কলকাতা মেট্রো জানাচ্ছে, পরিষেবা শুরুর প্রথম দিন হাওড়া ময়দান থেকে ২৩,৪৪৪ জন , হাওড়া থেকে ২০,৯২৩ জন যাত্রী সওয়ার হয়েছিলেন। মহাকরণ এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে যথাক্রমে ১৩,৪৫৩ এবং ১২,৩৮৪ জন যাত্রী সূচনার দিন সফর করেন। উল্লেখ্য, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশের বেশ কিছুটা অংশ নির্মাণ হয়েছে গঙ্গার তলায়।

kolkata east west metro

এর ফলে এটি হয়েছে দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো সিস্টেম। এই মেট্রো রুট নিয়ে দুই শহরের বাসিন্দাদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। সবাই অপেক্ষা করছিলেন এই লাইনে বাণিজ্যিকভাবে মেট্রো চলাচলের। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পথচলা শুরু করল।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর