চার’খানা সেলাই, প্রচুর রক্তক্ষরণ! ‘দুর্ঘটনা’র দুদিন পর এখন কেমন আছেন মুখ্যমন্ত্রী?

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার সন্ধেয় বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় এসএসকেএমে। হাসপাতাল সূত্রে জানানো হয়, মুখ্যমন্ত্রীর কপালে তিনটি সেলাই পড়েছে। নাকে একটি সেলাই পড়েছে। চিকিৎসকেরা হাসপাতালে থাকার পরামর্শ দিলেও সেদিন রাতেই জেদাজেদী করে বাড়ি ফিরে যান মমতা। এরপর থেকে বাড়িতেই চলছে তার চিকিত্‍সা।

দুদিন পর এখন কেমন আছেন মমতা? জানা গিয়েছে বর্তমানে অনেকটা সুস্থ রয়েছেন মুখ্যমন্ত্রী। স্বস্তির বিষয় হল আগের তুলনায় ব্যথাও অনেকটা কমেছে। তবে অ্যান্টিবায়োটিক চলছে। সোমবার মুখ্যমন্ত্রীর কপালের সেলাই কাটা হবে বলে সূত্রের খবর।

   

মুখ্যমন্ত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মুখ্যমন্ত্রী। ব্যথাও খানিকটা কম আছে। তৃণমূল সুপ্রিমোর স্বাস্থ্য সম্পর্কে তার ভ্রাতৃবধূ কাজরী বন্দ্য়োপাধ্য়ায় জানিয়েছেন, “ব্যথা আছে। আপাতত উনি বাড়িতেই থাকবেন। ক’দিন পর থেকে আবার বেরোতে পারবেন। এমনিতে রিপোর্টগুলো ঠিক আছে।’’

গত বৃহস্পতিবার বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে কপালে চোট পান মমতা। তৃণমূলের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে প্রথমে মমতার কপাল ফেটে যাওয়ার ছবি প্রকাশ করা হয়। তড়িঘড়ি এসএসকেএম এ নিয়ে গেলে প্রাথমিকভাবে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান এবং কার্ডিওলজিস্টরা তাকে দেখেন।

mamata banerjee

আরও পড়ুন: ‘ওরা আমাদের দলের আবর্জনা…’, ভরা সভায় দাঁড়িয়ে কাদের উদ্দেশে এমন বললেন অভিষেক?

মুখ্যমন্ত্রীর ইসিজি, ইকো কার্ডিওগ্রাম, ড্রপলার, সিটি স্ক্যান করানো হয়। সেদিন রাতেই এসএসকেএম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি ফিরে আসেন। বর্তমানে বাড়িতেই চিকিৎসা চলছে মুখ্যমন্ত্রীর। গতকাল কুণাল ঘোষ জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় একটু সুস্থ হয়ে উঠলেই প্রচারে নামবেন। সুস্থ হওয়ার কয়েকটা দিনের মধ্যেই পুরোদস্তুর লোকসভায় ভোট প্রচারে দলকে নেতৃত্ব দেবেন তৃণমূল সুপ্রিমো।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর