বাংলা হান্ট ডেস্কঃ বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় মুখ জুন মালিয়া (June Malia)। তবে তিনি এখন আর শুধু অভিনেত্রী নন, পুরোদস্তুর রাজনীতিবিদ।বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ক্ষীরপাই টাউন তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে তিনি বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকেই ছুড়ে দিলেন ‘অপরাজিতা বিল’-এর প্রসঙ্গ। বছর পেরিয়ে প্রায় ‘হিমঘরে’ ঢুকে যাওয়া সেই বিলকেই ফের আলোচনায় আনলেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া।
দুর্গাপুর প্রসঙ্গে অপরাজিতা বিল নিয়ে কথা তোলেন জুন মালিয়া (June Malia)
এদিন দুর্গাপুর কাণ্ড নিয়ে মুখ খোলেন জুন মালিয়া (June Malia)। সাংসদ বলেন, “যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা অবশ্যই শাস্তি পাবে। কিন্তু রাজ্যের আইনশৃঙ্খলা আরও পোক্ত করতে কঠোর আইন প্রয়োজন। অপরাজিতা বিল তো আমরা পাশ করিয়ে দিয়েছি, তারপরেও কেন সেটাকে ঝুলিয়ে রাখা হয়েছে?” তিনি আরও বলেন, “বাংলায় বিজেপির যাঁরা সাংসদ রয়েছেন, তাঁরা কেন্দ্রে গিয়ে বলুন এই বিলটা পাশ করাতে। তা হলে বুঝব আপনারা সত্যিই বাংলা ও বাংলার মা-বোনেদের কতটা ভালোবাসেন।”
প্রসঙ্গত, আরজি করের ঘটনার সময় ধর্ষণের মতো মামলায় দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে ‘অপরাজিতা বিল’ নামে একটি নারী সুরক্ষা বিল বিধানসভায় আনে রাজ্য সরকার। বিরোধীরাও সমর্থন করে সেই বিল। বিধানসভায় সর্বসম্মতভাবে পাশ হয় বিলটি। এরপর রাজ্যপালের দপ্তর পেরিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় প্রস্তাবটি। কিন্তু সেখানে গিয়ে আর সই মেলে না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রশ্ন তুলে বিলটি ফেরত পাঠিয়ে দেন রাজভবনে।
এই ঘটনার পর থেকেই ফের চর্চায় এসেছে অপরাজিতা বিল। শুধু জুন মালিয়া (June Malia) নন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দুর্গাপুর কাণ্ডের পর থেকে বারবার সরব হচ্ছেন এই বিষয়টি নিয়ে। ঘটনার পরদিনই নিজের এক্স (X) হ্যান্ডেলে অভিষেক লেখেন, “এই ধরণের নৃশংস ঘটনার জন্য কঠোর আইন প্রয়োজন। কিন্তু সেই দায়িত্ব থেকে মোদী সরকার হাত গুটিয়ে নিয়েছে। অপরাজিতা বিল বিধানসভা থেকে পাশ হয়ে এক বছরের বেশি সময় কেটে গেলেও, তা এখনও আইনে পরিণত হয়নি। এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় তো?”
আরও পড়ুনঃ ভোটার তালিকা সংশোধনে উত্তাল বাংলা, BLO দের নিরাপত্তায় মাঠে নামছে নির্বাচন কমিশন
অপরাধ দমন ও নারী সুরক্ষায় কঠোর আইনের প্রয়োজনীয়তা নিয়ে ফের সরব হয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করলেন জুন মালিয়া (June Malia)। রাজনৈতিক মহলের মতে, দুর্গাপুর কাণ্ডের পর রাজ্যজুড়ে নারী নিরাপত্তা নিয়ে যে চাপ তৈরি হয়েছে, তাতে এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।