বাংলাহান্ট ডেস্ক : প্রকাশ্যে মাদক বিক্রির জন্য প্রতিবাদ করেছিলেন। তার জন্য যা ফল ভুগতে হল মহিলাকে তা কার্যত কল্পনার অতীত। মাদক বিক্রির বিরুদ্ধে সোচ্চার হওয়ায় পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে (Kharagpur) এক মহিলার গাড়ি জ্বালিয়ের অভিযোগ উঠল। শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ খড়গপুরের (Kharagpur) গোলখুলি এলাকায় রুকিয়া বিবি নামে ওই মহিলার গাড়ি জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটি নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
প্রতিবাদ করায় গাড়ি জ্বালানোর অভিযোগ খড়গপুরে (Kharagpur)
রুকিয়া বিবি অভিযোগ করেছেন, ইন্দা, কাজিমহল্লা, পাঁচবেড়িয়া, খড়গপুর (Kharagpur) সেন্ট্রাল বাসস্ট্যান্ডে প্রকাশ্যেই মাদক বিক্রি হয়। এমনকি অনেক যুবককে সঙ্গে আগ্নেয়াস্ত্র নিয়েও ঘোরাঘুরি করতে দেখা যায়। গতকাল প্রতিবাদে সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তারপরেই শেখ সাকিল এবং শেখ কুরবান নামে দুই অভিযুক্ত যুবককে পুলিশের হাতে তুলে দেয়। খড়গপুর (Kharagpur) টাউন থানা গ্রেফতার করে তাঁদের। এরপরেই রুকিয়া বিবির উপরে নেমে আসে ক্ষোভ। জ্বালিয়ে দেওয়া হয় তাঁর গাড়ি। খড়গপুর টাউন থানার পুলিশ গিয়েছে ঘটনাস্থলে। তীব্র আতঙ্কের মধ্যে রয়েছেন ওই মহিলা।
আগেও ঘটেছে এমন ঘটনা: এমন ঘটনা কিন্তু প্রথম নয়। এর আগেও বিভিন্ন জায়গায় ঘটেছে এমন ঘটনা। গত ৮ ই সেপ্টেম্বর একবালপুরে বাড়ির পাশে মদের আসর বসানোর প্রতিবাদ করায় এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ (Kharagpur) ওঠে। চপার বের করে এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ ওঠে আমজাদের বিরুদ্ধে। এমনকি অভিযুক্তের সঙ্গীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগও উঠেছিল। ঘটনার চারদিন পর হাসপাতালে মৃত্যু হয় প্রতিবাদী ধনরাজ প্রসাদের।
আরও পড়ুন : শব্দবাজি বন্ধে উদাসীন রাজ্য? বিজ্ঞপ্তি কার্যকর হয়েছে কিনা জানতে মুখ্যসচিবের বক্তব্য তলব হাইকোর্টের
নিরাপত্তা নিয়ে প্রশ্ন: সেপ্টেম্বর মাসেই মালদায় জুয়ার ঠেকের প্রতিবাদ করায় বাড়ি মোটরবাইক ভাঙচুর করার অভিযোগ উঠেছিল। এমনকি বাড়ির মহিm.লাদের শ্লীলতাহানির অভিযোগ পর্যন্ত উঠেছিল ওই ঘটনায়। বেলঘরিয়ায় প্রকাশ্যে মদের আসর বসানোর প্রতিবাদ করায় অঙ্কন শিক্ষককে হামলার অভিযোগ উঠেছিল।
আরও পড়ুন : পরপর তিনবার, এবার হামলার দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের! কানাডায় ক্যাফে খুলে বিপাকে কপিল
পরপর কলকাতা এবং অন্যান্য জেলায় এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠে যাচ্ছে বড়সড় প্রশ্ন। তবে কি এখন অন্যায়ের বিরুদ্ধে মুখ খুললেই আক্রান্ত হতে হবে সাধারণ মানুষকে? কয়েক মাসের ব্যবধানে একের পর এক এই ঘটনাগুলি তুলে দিচ্ছে এমনই প্রশ্ন।