ভারতের প্রতিরক্ষা রফতানি পৌঁছল ২৫,০০০ কোটি টাকায়! ২০২৯-এর মধ্যে লক্ষ্য ৫০,০০০ কোটি

Published on:

Published on:

India has reached a new milestone.

বাংলাহান্ট ডেস্ক: দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন মাইলফলক স্পর্শ করেছে ভারত (India)। শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ঘোষণা করেছেন, ভারতের প্রতিরক্ষা রফতানি রেকর্ড ছুঁয়েছে— ২৫,০০০ কোটি টাকায় পৌঁছেছে এই পরিমাণ। কয়েক বছর আগেও যেখানে রফতানি ছিল হাজার কোটিরও কম, সেখানে এই সাফল্য দেশের আত্মনির্ভর প্রতিরক্ষা শক্তির এক বড় উদাহরণ। রাজনাথ সিং জানিয়েছেন, সরকার এখন আরও উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য স্থির করেছে— ২০২৯ সালের মধ্যে ৩ লক্ষ কোটি টাকার দেশীয় প্রতিরক্ষা উৎপাদন এবং ৫০ হাজার কোটি টাকার রফতানি নিশ্চিত করা হবে।

ভারতের (India) প্রতিরক্ষা রফতানিতে ব্যাপক সাফল্য:

এই দিন তিনি হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (HAL)-এর নাসিক ক্যাম্পাসে ‘তেজস এমকে-১এ’ যুদ্ধবিমানের প্রথম উড্ডয়ন প্রত্যক্ষ করেন এবং HAL-এর নতুন বিমান উৎপাদন লাইন উদ্বোধন করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আজ আমার প্রথমবার HAL-এর নাসিক ক্যাম্পাসে আসা। এখানে কাজ করা প্রত্যেকের মুখে আমি গর্ব ও উচ্ছ্বাসের ছাপ দেখেছি। তেজস এমকে-১এ এবং সুখোই-৩০ বিমানের পাইলটদের আন্তরিক শুভেচ্ছা জানাই।”রাজনাথ সিং HAL-এর তৃতীয় ‘তেজস এমকে-১এ’ উৎপাদন লাইন এবং HTT-40 প্রশিক্ষণ বিমানের দ্বিতীয় উৎপাদন লাইন উদ্বোধন করেন। তিনি বলেন, “আজ HAL-এর জন্য ঐতিহাসিক দিন। নাসিকের এই ভূমি যেমন ত্রয়ম্বকেশ্বর মহাদেবের তীর্থভূমি, তেমনই আজ এটি আত্মনির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। HAL এখানে দেশের (India) প্রতিরক্ষা শক্তির মূর্ত প্রতীক।”

আরও পড়ুন:বাংলাদেশের জন্য যাওয়া বিদ্যুৎ এবার বিক্রি হবে ভারতে! সরকারের কাছ থেকে অনুমতি পেলেন আদানি

তিনি আরও বলেন, “আজ যখন আমি সুখোই-৩০, এমকে-১এ এবং HTT-40-এর উড্ডয়ন দেখলাম, তখন গর্বে বুক ভরে গেল। এটা আসলেই আত্মনির্ভর ভারতের (India) বাস্তব রূপ।” রাজনাথ সিং নাসিকের HAL ইউনিটের রূপান্তর নিয়েও মন্তব্য করেন— “একসময় এই জায়গা মিগ যুদ্ধবিমানের কারখানা হিসেবে পরিচিত ছিল, আর আজ এটি আধুনিক সুখোই জেটের উৎপাদনকেন্দ্র। HAL দেশের প্রতিরক্ষা খাতে এক শক্তিশালী স্তম্ভ হয়ে উঠেছে।”

আধ্যাত্মিকতার সঙ্গে প্রতিরক্ষার সংযোগ টেনে তিনি বলেন, “নাসিকের এই ভূমি ভগবান শিবের শক্তি ধারণ করে— একদিকে এখানে আছে প্রতিরক্ষা উৎপাদনের প্রতীক, অন্যদিকে শত্রু বিনাশের ক্ষমতা। এই দুই দিকই একত্রে ভারতের (India) শক্তির প্রতিফলন।”

আরও পড়ুন:আগামীকাল ধনতেরাস, শুরু দীপাবলির মহাপর্ব! কবে মহালক্ষ্মী-গোবর্ধন পুজো? জানুন ভাইফোঁটার শুভ সময়

তেজস এমকে-১এ একটি উন্নত মাল্টিরোল ফাইটার জেট, যা ‘তেজস’-এর আধুনিক সংস্করণ। এতে উন্নতমানের কমব্যাট অ্যাভিওনিক্স, আকাশে জ্বালানি ভরার সুবিধা এবং ভূমি ও সাগর উভয় অভিযানে সক্ষমতা রয়েছে। এটি ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমান, যা আকাশ প্রতিরক্ষা, স্থল আক্রমণ এবং সামুদ্রিক অভিযানে সমানভাবে দক্ষ।

ভারতের (India) এই প্রতিরক্ষা উৎপাদন সাফল্য শুধু HAL বা তেজস প্রকল্পের মধ্যেই সীমাবদ্ধ নয়— এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হচ্ছে।