ফানুস-শব্দবাজির দাপট রুখতে তৎপর পুলিশ, বেঁধে দেওয়া হল সময়সীমা, অন্যথায় কড়া পদক্ষেপ

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : কালীপুজো (Kalipujo 2025) এবং দীপাবলির রাতে বাজি ফাটানোর ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। উৎসবের আমেজ বজায় রেখেই শব্দদূষণ এবং পরিবেশ দূষণ রুখতে তৎপর পুলিশ প্রশাসন। কালীপুজোর (Kalipujo 2025) রাতে আতশবাজি পোড়ানোর ক্ষেত্রে ইতিমধ্যেই নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

কালীপুজোয় (Kalipujo 2025) বাজি পোড়ানো নিয়ে কড়া ভূমিকা কলকাতা পুলিশের

পরপর দুই সপ্তাহে পড়েছে দীপাবলি আর তারপর ছট পুজো। বাজি পোড়ানোর ক্ষেত্রে আগে থেকেই নজরদারি চালাতে শুরু করেছে পুলিশ প্রশাসন। জানিয়ে দেওয়া হয়েছে, আগামী সোমবার কালীপুজো (Kalipujo 2025) এবং দীপাবলি উপলক্ষে রাত আটটা থেকে দশটা পর্যন্ত বাজি ফাটানোর অনুমতি দেওয়া হয়েছে।

Kolkata police set time limit for fire crackers on kalipujo 2025

কতক্ষণের সময়সীমা রয়েছে: আবার ছট পুজো উপলক্ষে আগামী ২৮ অক্টোবর সকাল ছটা থেকে আটটা পর্যন্ত আতশবাজি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়সীমার বাইরে বাজি ফাটালে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি থানার অফিসার ইন চার্জকে।

আরও পড়ুন : পরপর তিনবার, এবার হামলার দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের! কানাডায় ক্যাফে খুলে বিপাকে কপিল

শুরু হয়েছে বাজির খোঁজে তল্লাশি: কালীপুজোর (Kalipujo 2025) আগে শব্দবাজির দাপট রুখতে তৎপর পুলিশ প্রশাসন। রাজ্য জুড়ে নিষিদ্ধ বাজির খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। লালবাজার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ২৫৭২ কেজি বেআইনি ও নিষিদ্ধ আতশবাজি, শব্দবাজি উদ্ধার করেছে পুলিশ। মোট ২১ টি মামলা হয়েছে। তাতে গ্রেফতার হয়েছে ৪ জন।

আরও পড়ুন : খড়গপুরে দুষ্কৃতী রাজ! প্রকাশ্যে মাদক বিক্রির প্রতিবাদ করায় মহিলার গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ শাকিল-কুরবানের বিরুদ্ধে

তারও আগে ৪২৫ কেজি বাজি উদ্ধার করেছে পুলিশ। তথ্য বলছে, এখনও পর্যন্ত ২৯৯৬ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হয়েছে মোট ৭ জন। লুকিয়ে বা খোলাখুলি ফানুস বিক্রিতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।