রেজিস্ট্রেশন করলেই মিলবে ড্রাইভিং লাইসেন্স, টোটোচালকদের জন্য নয়া সিদ্ধান্ত রাজ্যের, জানালেন পরিবহনমন্ত্রী

Published on:

Published on:

Toto drivers get licenses through transport department initiative

বাংলা হান্ট ডেস্ক: এবার রাজ্যের সব প্রান্তের টোটো (Toto) গুলিকে সরকারি খাতায় নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দফতর। আর সেই প্রক্রিয়া শেষ হলে পরে টোটোর চালকেরা পাবেন ড্রাইভিং লাইসেন্স। এইরকমই জানিয়েছেন রাজ্যে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। সম্প্রতি টোটন নিবন্ধনের এর কাজ শুরু করেছে পরিবহন দফতর। এই কাজ মিটে গেলেই চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কাজ শুরু হবে।

পরিবহণ দফতরের উদ্যোগে টোটো চালকদের হাতে লাইসেন্স (Toto)

এই প্রক্রিয়া শুরু হবে ১৩ অক্টোবর থেকে এবং এই কাজ শেষ হবে ৩০ নভেম্বর। রাজ্যের এই মুহূর্তে যে সংখ্যক টোটো (Toto) চলছে তার প্রকৃত সংখ্যা জানতে পারবে পরিবহন দফতর। এরপরই বিচার বিশ্লেষণ করে টোটো চালকদের গাড়ি চালানোর লাইসেন্স (Driving Licence) দেওয়া হবে।

এছাড়াও এই বিষয়ে পরিবহন মন্ত্রীর স্নেহাশীষ চক্রবর্তী জানান, দিনকে দিন টোটোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই টোটো নিবন্ধনের ফলে পরিবহন দপ্তর বিষয়টি নিয়ে স্পষ্ট ও সুষ্ঠু নীতি তৈরি করতে পারবে। এছাড়া টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে।

 Toto drivers get licenses through transport department initiative

আরও পড়ুন: চর্বি নয়, ফাইবারে ভরপুর! কোলেস্টেরল কমাতে প্রতিদিন খান এই সবজি গুলো

পরিবহন দফতরের এক আধিকারকের কথায়, টোটোর নিবন্ধন হয়ে গেলে টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স দিতে আমাদের খুব একটা অসুবিধা হবে না। কারণ হাতে একবার টোটোর প্রকৃত সংখ্যা পেয়ে গেলে লাইসেন্স দিতে জেলা ভিত্তিক অফিস গুলি সক্রিয় হয়ে কাজ করে দেবে।এছাড়াও পরিবহন দফতরের একটি সূত্রে তরফ থেকে জানা গিয়েছে, টোটো নিবন্ধন ও টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে পরিবহন দপ্তরের রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে।

এছাড়াও এই বিষয়ে ই-রিক্সা ও টোটোর (Toto) নিবন্ধনের সরকারি উদ্যোগের বিরোধিতা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ৮ লক্ষ কোটি টাকা ঋণ করা রাজ্য সরকার টোটোগুলিকে নিবন্ধনের নামে টাকা তুলতে চায়। নিবন্ধনের জন্য ১০০০ টাকা ফি নির্ধারিত করা হয়েছে। এবং প্রত্যেক মাসে ১০০ টাকা করে, মানে বছরে ১২০০ টাকা। টাকার অঙ্কটা খুব ছোট নয়। শুভেন্দু অধিকারীর বক্তব্যের ভিত্তিতে স্নেহাশিস জানান, পরিবহণ দফতর যে রাজস্ব পায়, তা পরিবহণ ব্যবস্থার কাজেই ফিরিয়ে দেওয়া হয় (Driving Licence)।