দীপাবলির আগে সরকারি কর্মীদের পোয়া বারো! একের পর এক রাজ্যে DA বাড়ল, বাংলা নিয়ে কি আপডেট?

Published on:

Published on:

dearness allowance(53)

বাংলাহান্ট ডেস্ক: উৎসবের মরসুমের আগে একের পর এক রাজ্যে সরকারি কর্মীদের জন্য সুখবর। দিওয়ালির আগেই বেশ কয়েকটি রাজ্য সরকার নিজের সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছে। এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হয়েছেন।

ডিএ বাড়ল চার রাজ্যে | Dearness Allowance

যেসব রাজ্যগুলি ডিএ বৃদ্ধি করেছে তাদের মধ্যে রয়েছে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ। এর মধ্যে কেন্দ্রের দেখানো পথে হেঁটে ঝাড়খণ্ড সরকার রাজ্যের সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য ৩% ডিএ এবং ডিআর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে এই রাজ্যের কর্মচারীরা ৫৫% হারে ডিএ পাচ্ছিলেন। এবার তা বেড়ে হল ৫৮ শতাংশ। অর্থাৎ এবার থেকে কেন্দ্রীয় হারেই ডিএ পাবেন সে রাজ্যের সরকারি কর্মীরা। দীপাবলির আগে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি সরকারি কর্মীরা। এরপর উত্তরাখণ্ড সরকারও রাজ্যের সরকারি কর্মীদের জন্য ৩% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে।

এতদিন উত্তরাখণ্ডের সরকারি কর্মীরা ৫৫% হারে ডিএ পাচ্ছিলেন। এবার তা বেড়ে ৫৮% হয়েছে। রাজ্য সরকার তরফে জানানো হয়েছে এই ডিএ বৃদ্ধি ১লা জুলাই থেকে কার্যকর হবে। দীপাবলির আগেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে বকেয়া ডিএ দিয়ে দেওয়া হবে। আরও উপহার দিয়ে, রাজ্য সরকার কর্মীদের বোনাসও প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।

একইভাবে মধ্যপ্রদেশ সরকার রাজ্যের সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য ২ শতাংশ হারে ডিএ এবং ডিআর বৃদ্ধির ঘোষণা করেছে। এবার থেকে ৫৫% হারে বেতন পাবেন সে রাজ্যের সরকারি কর্মীরা। যা ১লা সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। আর ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ডিআর বেড়ে ২৫২ শতাংশে পৌঁছবে।

আরও পড়ুন: রেজিস্ট্রেশন করলেই মিলবে ড্রাইভিং লাইসেন্স, টোটোচালকদের জন্য নয়া সিদ্ধান্ত রাজ্যের, জানালেন পরিবহনমন্ত্রী

পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা

সম্প্রতি কেন্দ্রীয় সরকার নিজের সরকারি কর্মচারীদের জন্য তিন শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণার পর একের পর এক রাজ্য যখন সরকারি কর্মীদের ডিও বৃদ্ধি করছে তখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারেই ডিএ পাচ্ছেন। কেন্দ্রের সাথে তাদের ডিএ-র ফারাক ৪০ শতাংশ।

dearness allowance(49)

একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে ডিএ বাড়াতে পারে পশ্চিমবঙ্গ সরকার। তবে সবটাই জল্পনা মাত্র। এখনও সেই সংক্রান্ত কোনও ঘোষণা হয়নি। সবমিলিয়ে সরকারের দিকে তাকিয়ে রয়েছেন এ রাজ্যের কর্মীরা।