দীপাবলির আগেই অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ১০০০০ টাকা! রাজ্যের এই কর্মীদের জন্য সুখবর

Published on:

Published on:

Government Of West Bengal(6)

বাংলা হান্ট ডেস্কঃ দিওয়ালির আগেই কপাল খুলল রাজ্যের আশাকর্মী-অঙ্গনওয়াড়ি কর্মীদের (Asha worker and ICDS workers)। প্রত্যেক আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ১০ হাজার টাকা করে ‘পুরস্কার’ দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত স্মার্ট ফোন কিনতে এই টাকা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে রাজ্য সরকার (Government Of West Bengal) তরফে।

আশাকর্মী-অঙ্গনওয়াড়ি কর্মীদের পোয়া বারো | Government Of West Bengal

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা ভীষণ ভাল কাজ করেন। তাঁদের কাজে প্রচুর মানুষের উপকার হয়। তারা যাতে আরও ভাল, সুষ্ঠভাবে কাজ করতে পারেন, সেজন্য স্মার্ট ফোন কিনতে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি প্রত্যেক কর্মীদের এই টাকা দেওয়া হচ্ছে। প্রত্যেকের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা পৌঁছে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী।

এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেন মুখ্যসচিব মনোজ পন্থ। উল্লেখ্য, রাজ্যে মোট অঙ্গনওয়াড়ি কর্মীর সংখ্যা ১লক্ষ ৫ হাজার। আশাকর্মীর সংখ্যা ৭২ হাজার। তাঁদের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর, নারী ও শিশু বিকাশ, সমাজ কল্যাণ দফতরের তরফ থেকে এই ‘পুরস্কার’এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই মোবাইল ফোন কেনার জন্য অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। বৃহস্পতিবার চিঠির মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সই করা চিঠিতে লেখা হয়েছে, ‘আমাদের এই প্রয়াস আপনাদের প্রতিদিনের কর্মযজ্ঞে নতুন উদ্দীপনা যোগাবে এবং শিশু ও মাতৃকল্যাণে আরও অগ্রগতি আনবে- এই আশা রাখি।’

Asha workers

আরও পড়ুন: দীপাবলির আগে সরকারি কর্মীদের পোয়া বারো! একের পর এক রাজ্যে DA বাড়ল, বাংলা নিয়ে কি আপডেট?

আরও বলা হয়েছে, ‘আমি সব সময় আপনাদের পাশে আছি।’ উল্লেখ্য, আগেই এই ফোন কেনার টাকা দেওয়ার প্রতিশ্রুতি করা হয়েছিল। গত ফেব্রুয়ারি মাসে বাজেটে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে ঘোষণা করেছিলেন, প্রায় ৭০ হাজার আশাকর্মী ও লক্ষাধিক অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য বরাদ্দ বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। স্মার্ট ফোন কিনতে এই টাকা বরাদ্দ করা হয়েছে। এবার প্রতিশ্রুতি মতো সেই টাকাই ঢুকল।