‘উনি উত্তরবঙ্গে গিয়ে বসে আছেন’, সরাসরি নিশানা মমতাকে! কি নিয়ে বেলাগাম হুমায়ুন?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : আবারও বেফাঁস মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। এবার সরাসরি দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরর দিকে কটাক্ষ শানালেন তিনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা দুজনকেই কটাক্ষ করতে দেখা গেছে তাঁকে।

মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন হুমায়ুন কবীর (Humayun Kabir)

এবার উত্তরবঙ্গে বন্যার প্রসঙ্গ টেনে বিষ্ফোরক মন্তব্য করলেন বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। তিনি অভিযোগ করেছেন, উত্তরবঙ্গে বন্যার জেরে সেখানে সকলে যাচ্ছেন। অথচ বছরের পর বছর ধরে মুর্শিদাবাদে গঙ্গার ভাঙনের জেরে বাড়িঘর তলিয়ে যাচ্ছে। ঘরহারা হয়ে পড়ছেন বহু মানুষ। কিন্তু এই ভাঙন নিয়ে কেউ কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ হুমায়ুন কবীরের (Humayun Kabir)।

Humayun Kabir took a direct dig at mamata banerjee

কী বলেন হুমায়ুন: বিধায়কের অভিযোগ, ‘উত্তরবঙ্গে যখন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা হচ্ছে, মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে বসে আছেন। আবার বিরোধী দলনেতাও পার্টিগত ভাবে ত্রাণ ও অনেক কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন। এদিকে তিন মাস ধরে লালগোলার তারানগর অবহেলিত। এদিকে কেউ দৃষ্টি দিয়েছে? মুর্শিদাবাদের মানুষ সোচ্চার হলে সবাই ছুটবেন’।

আরও পড়ুন : লাখের উপরে সোনার দর, ধনতেরাসের আগে হলুদ ধাতুর চাহিদা কেমন? চমকপ্রদ তথ্য দিলেন কারিগররা

মন্তব্য নিয়ে বিতর্ক: এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষ নির্বোধ তাই নিজেদের মধ্যে কামড়া কামড়ি করে। তাই কেন্দ্র এই পরিস্থিতি করে পার পেয়ে যাচ্ছে। আর আমাদের কিছু জনপ্রতিনিধি এমন দায় ঠেলা কথা বলছেন। সময় আসলে জনগণ এর জবাব দেবে।’

আরও পড়ুন : ছ্যাঁকা দিচ্ছে সোনা-রূপো, ধনতেরসে ঝাঁটা কিনবেন ভাবছেন? আদৌ তা শুভ তো?

এদিকে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সাফ বলেন, বিরোধী দলনেতাকে নিয়ে হুমায়ুনের (Humayun Kabir) বক্তব্যের কোনও গুরুত্ব তাঁরা দিচ্ছেন না। তিনি তৃণমূলে আছেন কেন, সে প্রশ্নও তুলেছেন সুকান্ত মজুমদার। অন্যদিকে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কটাক্ষ করেন, বিধায়ক হুমায়ুন কবীরের জানা নেই যে তৃণমূলের রাজ্যসভার সাংসদরা ভূতনী থেকে লালগোলায় গঙ্গার ভাঙন নিয়ে সংসদে প্রসঙ্গ উত্থাপন করেছেন। ভাঙন রাজ্যের পক্ষে একা রোখা সম্ভব নয়। সেখানে কেন্দ্রীয় মন্ত্রক অপদার্থ হয়। না জেনে এমন মন্তব্য তিনি কেন করেছেন তার ব্যাখ্যা হুমায়ুনই দেবেন বলে মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র।