বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে প্রায়শই নিত্যনতুন নিয়ম (Cricket Rules) লাগু করা হচ্ছে। যেগুলি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঠিক সেই রেশ বজায় রেখেই এবার একটি নতুন নিয়মের প্রসঙ্গ সামনে এসেছে। মূলত, ব্যাটারদের চালাকি রোধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) একটি অনন্য নিয়ম চালু করেছে। প্রাক্তন ICC আম্পায়ার অনিল চৌধুরী এই নিয়ম সম্পর্কে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন।
ক্রিকেটে নতুন নিয়ম (Cricket Rules):
ব্যাটাররা আর এই শট খেলতে পারবেন না: ICC-র এই নতুন নিয়ম অনুসারে, যদি কোনও ব্যাটার বল খেলার সময় সম্পূর্ণভাবে স্টাম্পের পিছনে (Cricket Rules) চলে যান এবং তাঁর শরীরের কোনও অংশ পিচে না থাকে, তাহলে সেই শটটিকে ডেড বল ঘোষণা করা হবে। এই পরিস্থিতিতে, কোনও রান যোগ করা হবে না। তবে, বলটি লিগেল ডেলিভারি হিসেবে বিবেচিত হবে এবং যদি ব্যাটার বোল্ড হন সেক্ষেত্রে তিনি আউট হয়ে যাবেন।
View this post on Instagram
কায়রন পোলার্ড এমন শট খেলেছেন: প্রায়শই দেখা যায় যে ব্যাটাররা বোলারকে ফাঁকি দিতে স্টাম্পের পিছনের দিকে (Cricket Rules) চলে যান। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার কায়রন পোলার্ডকে অনেকবার এমন শট খেলতে দেখা গেছে। ব্যাটাররা এই কৌশলটি ব্যবহার করায় বোলারদের সমস্যা বৃদ্ধি পেত এবং ফিল্ডিংয়ে ব্যাঘাত ঘটত।
আরও পড়ুন: পাকিস্তানের বর্বরোচিত হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার! সিরিজ থেকে নাম প্রত্যাহার আফগানিস্তানের
কিন্তু এখন, যদি কোনও ব্যাটারের পা বা তার শরীরের কোনও অংশ পিচের পৃষ্ঠকে স্পর্শ না করে, সেক্ষেত্রে আম্পায়ার তাৎক্ষণিকভাবে ডেড বলের সংকেত দেবেন। এর মানে হল, ব্যাটার চার বা ছক্কা মারলেও রান গণনা করা হবে না। তবে, এই নিয়মের (Cricket Rules) অন্যতম টুইস্ট হল, ওই ডেলিভারিটি লিগ্যাল হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ এটি ওভারের অংশ হিসেবেই থাকবে।
আরও পড়ুন: হাঁ করে তাকিয়ে দেখল পাকিস্তান! ট্রফি না হাতে পেলেও BCCI যা করল… জানলে অবাক হবেন
এই নিয়ম (Cricket Rules) বোলারদের কিছুটা সুবিধা দেবে। কারণ ব্যাটারকে এখন তাঁদের অবস্থান সম্পর্কে সতর্ক থাকতে হবে। এই নিয়ম T20 থেকে শুরু করে, ODI এবং টেস্ট ম্যাচ সহ ক্রিকেটের সকল ফরম্যাটে ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর ফলে ব্যাটাররা তাঁদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হবেন। মূলত, ব্যাটাররা T20 ফরম্যাটে এই ধরণের শট বেশি খেলেন। তাই, এবার তাঁদের সতর্ক থাকতে হবে।