বাংলা হান্ট ডেস্কঃ ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা (Train Accident)। লাইনচ্যুত সুপারফাস্ট এক্সপ্রেস। রবিবার রাত ১টার দিকে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে রাজস্থানের আজমেঢ়ে (Rajasthan’s Ajmer)। আজমেঢ়ের মাদার রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় সবরমতী-আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেস (Sabarmati Agra Superfast Express)। ট্রেনের ইঞ্জিন সহ চারটি কামরা লাইন থেকে বাইরে ছিটকে যায়।
সূত্রের খবর, লাইনচ্যুত হয়ে পাশের ট্রাকেই দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগে। তবে স্বস্তির খবর, ঘটনায় হতাহতের কোনও খবর নেই এখনও পর্যন্ত। তবে ট্রেনের বহু যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকারী দলের সদস্যরা।
আহতদের সকলকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজন যাত্রীর সামান্য চোট লাগায় তাদের প্রাথমিক চিকিৎসার জন্য আজমেঢ় স্টেশনে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি দুর্ঘটনায় আহত যাত্রীদের কারোর অবস্থা সঙ্কটজনক নয় বলেই জানা গিয়েছে।
যাত্রীরা জানিয়েছেন, গভীর রাতে সকলে ঘুমোচ্ছিলেন। হঠাৎই তারা তীব্র ঝাঁকুনি অনুভব করেন। রবিবার রাত ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রবল ঝাঁকুনি এবং শব্দে ঘুম ভেঙে যায় তাদের। ঝাঁকুনিতেই বহু যাত্রী আঘাতপ্রাপ্ত হন। সবাই ছিটকে পড়েন। বহু যাত্রীর মাথা ফেটে গিয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: সরকারি কর্মীদের বিরাট জয়! অবশেষে সমস্ত বকেয়া DA মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল রাজ্য সরকার
দুর্ঘটনার খবর পেয়ে রাতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ, জিআরপি। অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সহ রেলের অন্যান্য শীর্ষকর্তারা লাইনচ্য়ুত কোচগুলি ও ইঞ্জিনটিকে সরানোর চেষ্টা চলছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা জানা যায়নি।