বাংলাহান্ট ডেস্ক : এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নতুন উডবার্ন ওয়ার্ড। গত মাসেই এই নতুন ভবনের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ তলা নতুন ভবনটিতে থাকছে মোট ১৩১ টি কেবিন। থাকছে আলাদা করে আউটডোর পরিষেবাও। এবার স্বাস্থ্য ভবনের তরফে নতুন উডবার্ন ভবনের কেবিন খরচ প্রকাশ করা হল।
এসএসকেএম (SSKM Hospital) এর নতুন উডবার্ন ভবনে পরিষেবার খরচ কত?
নতুন ভবনের (SSKM Hospital) উদ্বোধন করে মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন কেবিনের ভাড়া। মোট ১৩১ টি কেবিন থাকছে এই ভবনে। সিঙ্গেল অকুপেন্সি কেবিনের ভাড়া দৈনিক ৫ হাজার টাকা, সিঙ্গেল অকুপেন্সি ডিলাক্স স্যুটের ভাড়া দৈনিক ৮ হাজার টাকা রাখা হয়েছে। এছাড়াও রয়েছে এইচডিইউ কেবিন যা ভেন্টিলেশন, বাইপ্যাপ ছাড়া এবং আইসিইউ কেবিন।
কোন কেবিনের কত ভাড়া: এইচডিইউ কেবিনে থাকতে খরচ পড়বে দৈনিক ১২ হাজার টাকা আর আইসিইউ কেবিনের ভাড়া পড়বে দৈনিক ১৫ হাজার টাকা। থাকছে আউটডোর পরিষেবাও (SSKM Hospital) যাতে খরচ পড়বে ৩৫০ টাকা। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রতি দিন বেলা ৩ টে থেকে খুলবে আউটডোর বিভাগ। এখানে ৩৫০ টাকার বদলে যে কোনও ক্ষেত্রে পরামর্শ পাওয়া যাবে চিকিৎসকের।
আরও পড়ুন : ‘উনি উত্তরবঙ্গে গিয়ে বসে আছেন’, সরাসরি নিশানা মমতাকে! কি নিয়ে বেলাগাম হুমায়ুন?
থাকছে আউটডোর বিভাগ: আউটডোর বিভাগে এসএসকেএম (SSKM Hospital) এর দায়িত্বপ্রাপ্ত সরকারি চিকিৎসকরাই পরিষেবা দেবেন। যেমনটা জানা যাচ্ছে, এই ৩৫০ টাকার মধ্যে ৩০০ টাকা চিকিৎসকের পারিশ্রমিক এবং বাকি ৫০ টাকা প্রতিষ্ঠানের প্রশাসনিক খাতে খরচ হবে। তবে শুধু নতুন ভবনের আউটডোর বিভাগের ক্ষেত্রেই এই মূল্য প্রযোজ্য হবে।
আরও পড়ুন : ‘মমতার সাহস থাকলে আমার বিরুদ্ধে লড়তে বলুন’, মুখ্যমন্ত্রীকে খোলা চ্যালেঞ্জ শুভেন্দুর
স্বাস্থ্য ভবনের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে, কোনও রকম সরকারি ভর্তুকি বা সাহায্য ছাড়াই নতুন ভবনের কাজকর্ম চালিত হবে। এখান থেকে যে রাজস্ব আসবে তা থেকেই ভবনের খরচ চালানো হবে। এসএসকেএম হাসপাতালে আগে থেকেই রয়েছে একটি উডবার্ন ব্লক। নতুন উডবার্ন ভবনটির নাম রাখা হয়েছে ‘অনন্য’। মোট ৬৭ কোটি টাকা খরচে নির্মিত ভবনটির পরিকাঠামো বেসরকারি হাসপাতালকে টেক্কা দিতে পারে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।