দেব দিলেন বেনারসী, অপরাজিতা রূপোর তোড়া! নৈহাটির বড়মার পুজোয় তারকাদের ঢল

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : হাতে আর মাত্র একদিন। তারপরেই মা কালীর আরাধনায় মেতে উঠবে বাংলার মানুষ। আর কালীপুজো মানেই নৈহাটির বড়মার (Boro Maa) পুজো। সমগ্র রাজ্য থেকে মায়ের টানে ভক্তদের ঢল নামে নৈহাটিতে। এই একটি দিনে বড়মার সামনে এক হয়ে যান তারকা থেকে আমজনতাও। এবার বড়মার পুজোর আগে বিশেষ উপহার পাঠালেন দেব, সায়ন্তিকা চট্টোপাধ্যায় সহ আরও একাধিক তারকারা।

নৈহাটির বড়মার (Boro Maa) পুজোর জন্য বিশেষ উপহার তারকাদের

ভক্তরা বিশ্বাস করেন, মন থেকে বড়মার (Boro Maa) কাছে কিছু চাওয়া হলে মা নাকি কাউকে ফেরান না। তারকাদের মধ্যেও রয়েছে এই বিশ্বাস। তাই খাদান, ধূমকেতু থেকে সাম্প্রতিক রঘু ডাকাত ছবির মুক্তির আগে বড়মার (Boro Maa) কাছে গিয়ে আশীর্বাদ চাইতে দেখা গিয়েছে সুপারস্টার দেবকে। বক্স অফিসে ইতিবাচক ফলও পেয়েছেন তিনি। আর এবার পুজোর আগে বড়মার জন্য বিশেষ উপহার পাঠালেন দেব।

Dev aparajita adhya sent gifts to naihati boro maa

কে কী পাঠালেন: জানা গিয়েছে, বড়মার (Boro Maa) জন্য বেনারসী পাঠিয়েছেন দেব। সায়ন্তিকাও শাড়ি পাঠিয়েছেন। নৈহাটি বড়কালী পুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানান, প্রতি বছর অগণিত ভক্তরা শাড়ি পাঠান বড়মার (Boro Maa) জন্য। সবার দেওয়া বেনারসী তো আর পরানো সম্ভব হয় না, তাই শাড়িগুলি বড়মার পেছনে টাঙিয়ে দেওয়া হয়। পরে ছবি তুলে পাঠিয়ে দেওয়া হয় ভক্তদের।

আরও পড়ুন : মধ্যবিত্তের নাগালে বেসরকারি মানের পরিষেবা, প্রকাশ্যে SSKM-এর নয়া উডবার্ন ভবনের খরচ তালিকা

গয়নায় সাজেন বড়মা: শুধুই কি গয়না? অসংখ্য ভক্তরা নানাবিধ অলঙ্কার পাঠান বড়মার (Boro Maa) সাজের জন্য। টিপ থেকে নথ, মালা নানান ধরণের অলঙ্কারে সেজে ওঠেন মা। এবার দেব এবং সায়ন্তিকা ছাড়াও বড়মার (Boro Maa) জন্য উপহার পাঠিয়েছেন। রূপোর তোড়া পাঠিয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। পুজোর দিন সেই তোড়া মায়ের পায়ে পরিয়ে দেওয়া হবে বলে জানান পুজো সমিতির সম্পাদক।

আরও পড়ুন : ‘মমতার সাহস থাকলে আমার বিরুদ্ধে লড়তে বলুন’, মুখ্যমন্ত্রীকে খোলা চ্যালেঞ্জ শুভেন্দুর

প্রতি বছরের মতো এবছরও অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মতো বিশিষ্ট জনেরা পুজো দেবেন বড়মার কাছে। কালীপুজোর মুখে প্রস্তুতি তুঙ্গে বড়মার আরাধনার।