‘আমার হাতে ক্ষমতা থাকলে ১ ঘণ্টায় করে দিতাম’, পাথরপ্রতিমায় রাষ্ট্রপতি শাসনের দাবিতে বার্তা শুভেন্দুর

Published on:

Published on:

Suvendu Adhikari Faces Calls for President’s Rule at Public Rally

বাংলা হান্ট ডেস্কঃ পাথরপ্রতিমা এলাকায় অনুষ্ঠিত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভায় হঠাৎ ভিড় থেকে উঠল রাষ্ট্রপতি শাসনের দাবি। একের পর এক ব্যক্তি জোরাল কণ্ঠে বলতে থাকেন, “রাষ্ট্রপতি শাসন চাই।” যদিও সভার মঞ্চে উপস্থিত শুভেন্দু বলেছিলেন, তাঁর হাতে থাকলে মাত্র এক ঘণ্টার মধ্যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাঘু করা সম্ভব হতো।

‘জনগণ আওয়াজ তুলুন’, বলেন শুভেন্দু (Suvendu Adhikari)

এদিন মাইক হাতে দাঁড়িয়ে শুভেন্দু (Suvendu Adhikari) জনতাকে বলেন, “জনগণ আওয়াজ তুলুন। আমার হাতে তো ওটা নেই। আমার হাতে থাকলে এক ঘণ্টার মধ্যেই সম্ভব হতো।” এই মন্তব্যের পর তৃণমূল নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “বিরোধী দলনেতা হিসাবে উনি কী করে গণতন্ত্রের ধ্বংসের কথা বলতে পারেন? রাষ্ট্রপতি শাসন বিশেষ পরিস্থিতির জন্য বলা হয়। কোনও গণতন্ত্রপ্রেমী সহজে রাষ্ট্রপতি শাসনের কথা বলে না। উনি আসলে হতাশা থেকে এসব কথা বলছেন। ছাব্বিশে আসন ৫০-এর নিচে নেমে গেলে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। সেই হতাশা থেকেই এসব মন্তব্য।”

একই দিনে পাথরপ্রতিমা ও কুলতলিতে সভা চলাকালীন শুভেন্দুকে (Suvendu Adhikari) লক্ষ্য করে আন্দোলনকারীরা গো-ব্যাক স্লোগান দেন ও কালো পতাকা দেখান। তৃণমূল বলেছে, “ওটা জনরোষ।” এর আগে আরামবাগের সভায় শুভেন্দু নিজেই রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করেছিলেন এবং এসআইআর-র পক্ষে সুর চড়িয়েছিলেন। তিনি বলেছিলেন, “নো এসআইআর, নো ইলেকশন। আর রাষ্ট্রপতি শাসন হলে সিপিএম তো টিকে আছে, কিন্তু এদের অস্তিত্বও থাকবে না। ২৪ ঘণ্টার মধ্যে বালি মাফিয়া আর পুলিশ নির্ভর এই তৃণমূল কংগ্রেস উবে যাবে।”

Suvendu Adhikari Faces Calls for President’s Rule at Public Rally

আরও পড়ুনঃ ৩ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চিত! বাধ্যতামূলক টেট রায়ের বিরুদ্ধে NCTE-র হস্তক্ষেপ চাইল WBPTTA

এর আগে দুর্গাপুরে রাজ্যপাল সিভি আনন্দ বোসও রাষ্ট্রপতি শাসন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। রাজ্যপাল বলেছিলেন, বাংলার মানুষ চাইছে রাজ্যে ৩৫৬ ধারা লাঘু হোক। রাজনৈতিক মহলে এই নিয়ে তুমুল চর্চা হয়। এবার আবার শুভেন্দুর (Suvendu Adhikari) মন্তব্য ঘিরে নতুন চর্চা সৃষ্টি হল।