তৈরি হল নয়া ইতিহাস! টেলিকম পরিষেবায় বিশ্বের শীর্ষ ৩ দেশের মধ্যে শামিল ভারত

Published on:

Published on:

India made new history in telecom services.

বাংলাহান্ট ডেস্ক: ভারতের (India) টেলিকম পরিষেবা আজ বিশ্বের শীর্ষ তিন দেশের তালিকায় জায়গা করে নিয়েছে। কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই তথ্য জানিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ভারতের টেলিকম সেক্টর এখন শুধু সংখ্যার দিক থেকে নয়, মানের দিক থেকেও আন্তর্জাতিক মান ছুঁয়ে ফেলেছে। সম্প্রতি বিএসএনএল সম্পূর্ণ স্বদেশি প্রযুক্তি ব্যবহার করে 4G পরিষেবা চালু করেছে। এর ফলে ভারত এখন সেই পাঁচটি দেশের মধ্যে একটি, যারা পুরোপুরি নিজস্ব প্রযুক্তিনির্ভর 4G স্ট্যাক ব্যবহার করছে।

বিশ্বের সেরা ৩-এর তালিকায় ভারত (India)

মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, “এটা বলা অত্যুক্তি হবে না যে, ভারতীয় (India) দূরসংযোগ পরিষেবা আজ বিশ্বের সেরা তিন দেশের মধ্যে রয়েছে। তবে এখানেই থেমে না থেকে, পরিষেবার মান আরও উন্নত করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।”

আরও পড়ুন: বাজির বাজারের সাম্রাজ্ঞী, চকলেট বোমের জন্য জনপ্রিয় ‘বুড়িমা’র আসল পরিচয় জানেন?

তিনি আরও জানান, ১ অক্টোবর থেকে নতুন ‘কোয়ালিটি অফ সার্ভিস’ নীতিমালা কার্যকর হয়েছে। এর ফলে ভারতের (India) টেলিকম সংস্থাগুলিকে এখন থেকে গ্রাহকদের আরও উন্নত মানের পরিষেবা দিতে হবে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) নিয়মিতভাবে প্রতিটি সার্কেলে নেটওয়ার্ক কানেক্টিভিটি পর্যবেক্ষণ করবে, যাতে ব্যবহারকারীরা নিরবচ্ছিন্ন পরিষেবা পান। ইতিমধ্যেই বিভিন্ন অপারেটর নতুন নিয়মের ভিত্তিতে তাদের প্রথম রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্ট বিশ্লেষণ করে কোথায় উন্নতির প্রয়োজন তা খতিয়ে দেখা হচ্ছে বলে মন্ত্রী জানিয়েছেন।

অন্যদিকে, টেলিকম দপ্তর (DoT) বেসরকারি টেলিকম সংস্থা এয়ারটেলকে নিয়ম ভঙ্গের অভিযোগে ২.১৪ লক্ষ টাকা জরিমানা করেছে। অভিযোগ, ভারতের (India) কর্ণাটক টেলিকম সার্কেলে নতুন গ্রাহক যুক্ত করার সময় সংস্থাটি সাবস্ক্রাইবার যাচাইয়ের নিয়ম লঙ্ঘন করেছে। লাইসেন্স চুক্তি অনুযায়ী, নতুন গ্রাহক যুক্ত করার আগে প্রত্যেকের পূর্ণাঙ্গ যাচাই করা বাধ্যতামূলক। কিন্তু এয়ারটেল সেই প্রক্রিয়া এড়িয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে।

India made new history in telecom services.

আরও পড়ুন: শিক্ষকতা ছেড়ে শুরু করেন এই অভিনব কাজ… তাতেই বদলে গেল জীবন! চমকে দেবে বিপিনের সাফল্যের কাহিনি

টেলিকম খাতে ভারতের (India) এই সাফল্যকে কেন্দ্রীয় মন্ত্রী “ডিজিটাল আত্মনির্ভর ভারতের প্রতীক” বলে অভিহিত করেছেন। তাঁর দাবি, “বিএসএনএলের 4G লঞ্চ ভারতের প্রযুক্তিগত সক্ষমতার এক ঐতিহাসিক দৃষ্টান্ত। দেশ এখন শুধু পরিষেবার ভোক্তা নয়, প্রযুক্তি নির্মাতার ভূমিকাতেও।”

বর্তমানে ভারতে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল-সহ একাধিক সংস্থা টেলিকম পরিষেবা দিচ্ছে। TRAI ও DoT যৌথভাবে এখন প্রতিটি রাজ্য ও সার্কেলে টেলিকম মান যাচাই শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, টেলিকমের মানোন্নয়ন এবং দেশীয় প্রযুক্তির বিকাশের ফলে ভারত (India) আগামী কয়েক বছরে বিশ্বের শীর্ষস্থানীয় টেলিকম হাব হিসেবে আত্মপ্রকাশ করবে।