হতে চলেছে বিরাট ধামাকা! ৬,৬০০ কোটির IPO আনছে এই জনপ্রিয় সংস্থা, অনুমতি দিল SEBI

Published on:

Published on:

This company is going to bring Initial Public Offering.

বাংলা হান্ট ডেস্ক: ভারতের ই-কমার্স বাজারে, বিশেষ করে ছোট শহর ও মফস্বলে নিজের জন্য একটি বিশেষ স্থান তৈরি করে নেওয়া সংস্থা মিশো (Messho) সম্পর্কিত একটি বড় আপডেট এবার সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কোম্পানিটি তার ইনিশিয়াল পাবলিক অফারিং তথা IPO (Initial Public Offering)-র জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইতিমধ্যেই বাজার নিয়ন্ত্রক SEBI মিশোর ৬,৬০০ কোটি টাকার IPO-র অনুমোদন করেছে। এটি এই বছরের সবচেয়ে বড় IPO গুলির মধ্যে অন্যতম একটি হতে পারে। কোম্পানিটি ডিসেম্বরের মধ্যে শেয়ার বাজারে লিস্ট হওয়ার করার পরিকল্পনা করছে। এই IPO-র অর্থ হল সাধারণ বিনিয়োগকারীরা এখন দ্রুত বর্ধনশীল এই কোম্পানির শেয়ারহোল্ডার হতে পারবেন।

আসছে মিশো-র IPO (Initial Public Offering):

IPO-র বিস্তারিত তথ্য: এই ৬,৬০০ কোটি টাকার IPO (Initial Public Offering) ২ টি কিস্তিতে থাকবে। কোম্পানিটি নতুন শেয়ার ইস্যু করে ৪,২৫০ কোটি টাকা সংগ্রহ করবে। এই অর্থ সরাসরি মিশোর কাছে যাবে। যা সংস্থাটি তার ব্যবসা সম্প্রসারণ এবং অন্যান্য প্রয়োজনে ব্যবহার করবে। IPO-র অবশিষ্ট অংশ অফার-ফর-সেল (OFS)-এর মাধ্যমে আসবে। এর অর্থ হল, বিদ্যমান বিনিয়োগকারীরা যাঁরা প্রাথমিকভাবে কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন তাঁদের তাঁদের কিছু অংশীদারিত্ব বিক্রি করে লাভ করবেন।

This company is going to bring Initial Public Offering.

এই বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে এলিভেশন ক্যাপিটাল এবং পিক XV পার্টনার্সের মতো বড় নাম। এটি একটি সাধারণ প্রক্রিয়া। যেখানে প্রাথমিক বিনিয়োগকারীরা কোম্পানিটি পাবলিক হয়ে গেলে তাদের বিনিয়োগগুলি পুনরুদ্ধার করে। উল্লেখযোগ্য বিষয় হল, কোম্পানির প্রতিষ্ঠাতা সিইও বিদিত আত্রে এবং সিটিও সঞ্জীব বার্নওয়ালও IPO (Initial Public Offering)-তে তাঁদের কিছু শেয়ার বিক্রি করবেন।

একদিকে বিশাল ক্ষতি, অন্যদিকে রেভিনিউতে বৃদ্ধি: এবার কোম্পানির আর্থিক স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করা যাক। কারণ, বিনিয়োগকারীদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য, মিশো ৩,৯৪১ কোটি টাকার নিট ক্ষতির বিষয়টি দেখিয়েছে। এই পরিসংখ্যান প্রথম নজরে বিনিয়োগকারীদের অবাক করে দিতে পারে। তবে, কোম্পানিটি তাদের IPO ফাইলিংয়ে এই ক্ষতির কারণও স্পষ্ট করেছে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ODI-তেই মিলেছে শোচনীয় হার! তবুও এই বিশেষ কারণে সন্তুষ্ট শুভমান

মিশোর মতে, এই ক্ষতি মূলত “ওয়ান টাইম” খরচের কারণে ঘটেছে। যার মধ্যে রয়েছে IPO (Initial Public Offering)-র সঙ্গে সম্পর্কিত খরচ, আমেরিকা থেকে ভারতে কোম্পানির রেজিস্ট্রেশনের (রিভার্স ফ্লিপ) ওপর আরোপিত কর এবং অন্যান্য সুবিধাজনক কর। যা কোম্পানিটিকে একটি পাবলিক স্ট্রাকচারে রূপান্তর করার জন্য প্রয়োজনীয় ছিল। এদিকে, লোকসান বাদ দিলে, ২০২৫ অর্থবর্ষের জন্য কোম্পানির অন্যান্য পরিসংখ্যান বেশ শক্তিশালী বলে মনে হচ্ছে। মিশোর অপারেটিং রেভিনিউ ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯,৩৯০ কোটি টাকা হয়েছে। ইতিমধ্যেই, কোম্পানির নেট মার্চেন্ডাইজ ভ্যালু (NMV) ৩০ শতাংশ বেড়ে ৩০,০০০ কোটি টাকায় পৌঁছেছে। উল্লেখ্য যে, NMV বলতে কোম্পানির প্ল্যাটফর্মে বিক্রি হওয়া পণ্যের মোট মূল্যকে বোঝায় (রিটার্ন এবং ক্যান্সেলেশন বাদ দিয়ে)।

মিশো-র গ্রোথের ২ টি বৃহত্তম ইঞ্জিন: জানিয়ে রাখি যে, মিশোর চালিকাশক্তি তার গ্রাহকদের ওপর নিহিত রয়েছে। যাঁরা বেশিরভাগই টায়ার-২, টায়ার-৩ এবং ছোট শহর থেকে অন্তর্ভুক্ত। ২০২৫ অর্থবর্ষে কোম্পানির বার্ষিক লেনদেন ব্যবহারকারীর সংখ্যা ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে এই সংখ্যা ২১৩ মিলিয়ন (২১.৩ কোটি) পৌঁছেছে।

আরও পড়ুন: ৩৮ বছর বয়সেও অব্যাহত লিও ম্যাজিক! ভারতে আসার আগেই গোল্ডেন বুট পেলেন মেসি

এটাও লক্ষ্য করা গেছে যে গ্রাহকরা এখন মিশো থেকে ক্রমবর্ধমান হারে কেনাকাটা করছেন। ২০২৩ অর্থবর্ষে যেখানে একজন গ্রাহক প্রতি বছর গড়ে ৭.৫ বার অর্ডার করতেন, ২০২৫ অর্থবর্ষে তা বেড়ে ৯.২ গুণ হয়েছে। এই প্রবণতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সংশ্লিষ্ট শহরগুলি ভারতে ই-কমার্সের পরবর্তী বৃদ্ধিকে চালিত করবে বলেই অনুমান করা হচ্ছে। বেইন অ্যান্ড কোম্পানির একটি রিপোর্টে আরও বলা হয়েছে যে, ২০২০ সাল থেকে ৫ জন নতুন অনলাইন ক্রেতার মধ্যে ৩ জনই টিয়ার-৩ শহর বা তার চেয়ে ছোট শহর থেকে এসেছেন। মিশো এই বাজারে তার দখল আরও শক্তিশালী করেছে।

এছাড়াও, কোম্পানির দ্রুত বৃদ্ধির পেছনে রয়েছে নিজস্ব লজিস্টিক শাখা ভালমো। গত বছরের ফেব্রুয়ারিতে চালু হওয়ার পর থেকে, ভালমো মিশোর প্রায় ৬১ শতাংশ অর্ডার পরিচালনা করেছে। চলতি বছরের এপ্রিল-জুন মাসে, ভালমো ৩০ কোটি শিপমেন্ট হ্যান্ডেল করেছে। যা Delhivery-র মতো বড় সংস্থাকেও টেক্কা দিয়েছে।