বাংলাহান্ট ডেস্ক : একদিন আগেই গিয়েছে ধনতেরস। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি বিশেষ মাহাত্ম্য বহন করে। সৌভাগ্যের আশায় অনেকেই এদিন সোনা (Gold Price), রূপোর মতো মূল্যবান ধাতু কিনে থাকেন। তবে গত এক বছরে সোনা এবং রূপোর দামে মাত্রাতিরিক্ত বৃদ্ধি দেখা গিয়েছে। এমতাবস্থায় ধনতেরসে কত টাকার সোনা রূপো কেনাকাটি হল দেশজুড়ে?
ধনতেরসে কত টাকার সোনা (Gold Price) রূপো কেনা হল?
তথ্য বলছে, সোনা (Gold Price) রূপোর চড়া দাম কেনাকাটা থেকে আটকে রাখতে পারেনি উৎসাহী ক্রেতাদের। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের তথ্য থেকে জানা যাচ্ছে, এ বছর ধনতেরসে মোট ১ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে দেশজুড়ে। তার মধ্যে সোনা (Gold Price) রূপোর বিক্রিই হয়েছে প্রায় ৬০ হাজার কোটি টাকার।
গত বছরের তুলনায় বাড়ল দাম: রিপোর্ট বলছে, দুই মূল্যবান ধাতুর চড়া দাম সত্ত্বেও কেনাকাটা তো কমেইনি, উপরন্তু গত বছরের তুলনায় এবছর ধনতেরস উপলক্ষে ২৫ শতাংশ বেশি কেনাকাটা হয়েছে সোনা (Gold Price) ও রূপোর। তথ্য বলছে, দিল্লি এবং সংলগ্ন এলাকায় ধনতেরস উপলক্ষে প্রায় ১০ হাজার কোটি টাকার সোনা ও রূপোর বিক্রিবাটা হয়েছে।
আরও পড়ুন : ব্রিটিশ শাসিত বাংলায় সন্ন্যাসীদের হাতে প্রতিষ্ঠিত, ৫০০ বছরের রায়গঞ্জের ‘ঘাটকালী’ পুজো আজও আবেগ উত্তরবঙ্গের
বেড়েছে রূপোর বিক্রি: ধনতেরসের দিন প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা। এই চড়া দামের জেরেই কেনাকাটার ভ্যালুয়েশন বেড়ে গিয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। চমকপ্রদ ভাবে সোনার (Gold Price) থেকে এবার রূপোর বিক্রি বেড়েছে বেশি। দামের কারণেই এবার রূপোর বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। যারা সোনা (Gold Price) কিনতে পারেননি তারা মূলত রূপো কিনেছেন, তাই গত বছরের তুলনায় ৪০ শতাংশ বেড়েছে রূপোর বিক্রি।
আরও পড়ুন : দীপাবলির আগের দিনই বাড়িতে সৌভাগ্যের আগমন, মা হলেন পরিণীতি! ছেলে নাকি মেয়ে, কী এল কোলে?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সোনা রূপোর এত বিপুল দাম সত্ত্বেও ধনতেরসে কেনাকাটায় কোনও ভাঁটা পড়েনি। সিলভার কয়েন, পূজা সামগ্রীর বিক্রিও গত বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেড়েছে বলে জানান বিশেষজ্ঞরা।