ধনতেরসে ১১ মাসের মেয়েকে সোনা উপহার কাঞ্চনের, নেটিজেনদের প্রশ্ন, ‘ছেলেটাকে কী দিলেন?’

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সৌভাগ্যের আশায় সোনা রূপোর মতো মূল্যবান জিনিস কেনার চল রয়েছে। টলিউড তারকাদের মধ্যেও প্রবলভাবে দেখা দিয়েছে এই চল। কেউ সোনা কিনেছেন নিজের জন্য, কেউ বা প্রিয়জনের জন্য। অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) এদিন সোনা উপহার দিলেন কন্যা কৃষভিকে।

ধনতেরসে কৃষভিকে সোনা উপহার কাঞ্চনের (Kanchan Mallick)

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন শ্রীময়ী। সেখানে দেখা তাঁকে বলতে শোনা যায়, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তবে তাঁর বিশ্বাস, ঈশ্বরকে ডাকার জন্য কোনও ধর্ম বা জাতির প্রয়োজন হয় না। এরপরেই তিনি বলেন, ‘আজ ধনতেরসে মা লক্ষ্মীর পুজো হয়। তাই আমাদের ঘরেও এক বিশেষ পুজো আজ। আজ আমার ছোট্ট লক্ষ্মী কৃষভি, যাঁর বয়স এখন ১১ মাস, তাকে তার বাবা একটি উপহার দিয়েছে’।

Kanchan mallick gave gold to daughter krishvi on dhanteras

মেয়েকে দিলেন সোনার গয়না: এরপরেই মেয়ের হাতে একটি লাল গয়নার বাক্স তুলে দিতে দেখা যায় শ্রীময়ীকে। অবাক চোখে বাক্সের দিকে তাকিয়ে ছোট্ট কৃষভি। তবে বাক্সের ভেতরের গয়না অবশ্য সামনে আনেননি অভিনেত্রী। নেটিজেনদের অনেকে প্রশ্ন করেছেন, দ্বিতীয় পক্ষের ছেলেকে কী দিয়েছেন কাঞ্চন (Kanchan Mallick)?

আরও পড়ুন : ব্রিটিশ শাসিত বাংলায় সন্ন্যাসীদের হাতে প্রতিষ্ঠিত, ৫০০ বছরের রায়গঞ্জের ‘ঘাটকালী’ পুজো আজও আবেগ উত্তরবঙ্গের

গত বছর সন্তান জন্ম দেন শ্রীময়ী: প্রসঙ্গত, গত বছর কালীপুজোর রাতেই শ্রীময়ীর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে তীব্র গুঞ্জন ছড়িয়েছিল। কালীপুজোর রাতে শাড়ির ফাঁকে স্পষ্ট হয় অভিনেত্রীর বেবিবাম্প। তার কিছুদিন পরেই সন্তান জন্মের খবর ভাগ করে নেন শ্রীময়ী কাঞ্চন (Kanchan Mallick)।

আরও পড়ুন : লাখের উপরে সোনা-রূপো, ধনতেরসে কত টাকার কেনাকাটা হল দেশজুড়ে? চমকে দেবে টাকার অঙ্কটা!

গত বছর ফেব্রুয়ারি মাসে বিয়ের পিঁড়িতে বসেন শ্রীময়ী কাঞ্চন। দ্বিতীয় পক্ষের স্ত্রী পিঙ্কিকে ডিভোর্স দিয়ে তৃতীয় বিয়ে করেন বিধায়ক অভিনেতা। তার আট মাসের মধ্যেই কৃষভির জন্ম দেন শ্রীময়ী।