বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) সঠিক স্টকে বিনিয়োগ করলে খুব সহজেই হওয়া যায় লাভবান। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা ঠিক সেই রকমই এক লাভজনক স্টকের প্রসঙ্গ উপস্থাপিত করব। মূলত, মাল্টিব্যাগার স্টক Nibe লিমিটেডের শেয়ার সম্প্রতি একটি শীর্ষস্থানীয় প্রতিরক্ষা কোম্পানির কাছ থেকে একটি বড় কাজের অর্ডার পেয়েছে।
শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে এই স্টক:
কোম্পানিটি জানিয়েছে যে ২৮.০৮ কোটি মূল্যের এই ওয়ার্ক অর্ডারটি ২০২৮ সালের জুনের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ওই ওয়ার্ক অর্ডারের অধীনে, কোম্পানিকে সিজিং অ্যাসেম্বলি তৈরি এবং সরবরাহ করতে হবে।
৫ বছরে এই স্টকটির দাম ১০,০০০ শতাংশেরও বেশি বেড়েছে: জানিয়ে রাখি যে, এই কোম্পানিটির স্টক (Share Market) দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য রিটার্ন প্রদান করেছে। গত ১০ বছরে Nibe লিমিটেডের শেয়ারের দাম ১৬,৪৩৩ শতাংশ বেড়েছে। এদিকে, ৫ বছরে কোম্পানির শেয়ার হোল্ড করা বিনিয়োগকারীরা এখনও পর্যন্ত ১০,০৭৪ শতাংশ মুনাফা পেয়েছেন। এই মাল্টিব্যাগার স্টকটি ৩ বছরে ২০১ শতাংশ এবং ২ বছরে ১৬২ শতাংশ রিটার্ন দিয়েছে।
আরও পড়ুন: দীপাবলিতেই টাকার বৃষ্টি! দেশজুড়ে হচ্ছে কত লক্ষ কোটির ব্যবসা? চমকে দেবে পরিসংখ্যান
গত বছরটি ছিল চ্যালেঞ্জিং: জানিয়ে রাখি যে, Nibe লিমিটেডের শেয়ার (Share Market) দীর্ঘমেয়াদী ভালো রিটার্ন দিলেও, গত বছর থেকে এই শেয়ারটি বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। মাত্র ১ বছরে কোম্পানির শেয়ারের দাম ২৩ শতাংশ কমেছে। এদিকে, গত ৩ মাসে কোম্পানির শেয়ারের দাম ২১ শতাংশ কমেছে। শুক্রবার বাজার বন্ধের সময়, বিএসইতে এই স্টকের দাম ০.৮০ শতাংশ কমে ১,৩২২.৬৫ টাকায় বন্ধ হয়। কোম্পানির ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্য হল ২০০০.৫৫ টাকা এবং ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর হল ৭৫৩.০৫ টাকা।
আরও পড়ুন: হতে চলেছে বিরাট ধামাকা! ৬,৬০০ কোটির IPO আনছে এই জনপ্রিয় সংস্থা, অনুমতি দিল SEBI
কোম্পানিটি গত মাসেই এক্স- ডিভিডেন্ড ট্রেড করেছে। সেই সময়ে, এটি প্রতি শেয়ারে (Share Market) ১.২৫ টাকা হারে ডিভিডেন্ড দিয়েছে। Nibe লিমিটেড গত ৩ বছর ধরে ধারাবাহিকভাবে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড প্রদান করে আসছে। উল্লেখ্য যে, এই সংস্থার স্টক ২০১৪ সালে এক্স-বোনাস ট্রেড করেছিল। তারপর যোগ্য বিনিয়োগকারীরা একটি শেয়ারের ওপর ২টি শেয়ার বোনাস পেয়েছেন।
বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।