প্রার্থী তালিকা প্রকাশের আগেই বড় ঘোষণা অশোক দিন্দার! জানিয়ে দিলেন ময়নার প্রার্থীর নাম

Published on:

Published on:

Ashok Dinda declares himself BJP candidate from Moyna for 2026 Bengal polls

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের এখনও মাস সাতেক বাকি। তবে তার আগেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে রাজ্যজুড়ে। কোনও রাজনৈতিক দল এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। কিন্তু সেই নিয়ম ভেঙে পূর্ব মেদিনীপুরের ময়না আসনের বিজেপি বিধায়ক অশোক দিন্দা (Ashok Dinda) কার্যত নিজের নামই ঘোষণা করে দিলেন আগামী বিধানসভা নির্বাচনের প্রার্থী হিসেবে।

বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকেই ঘোষণা অশোক দিন্দার (Ashok Dinda)

রবিবার ময়নায় বিজেপির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বর্তমান বিধায়ক অশোক দিন্দা (Ashok Dinda) বলেন যে, “ভারতীয় জনতা পার্টিতে কে কোথা থেকে দাঁড়াবে, তা বলা যায় না। তবে আমি আপনাদের বলে যাচ্ছি, ২০২৬ সালে অশোক দিন্দাই ময়নায় দাঁড়াবে। ৯৯.০০৯ শতাংশ আমিই দাঁড়াব।” তাঁর এই ঘোষণায় উচ্ছ্বাসে ফেটে পড়ে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকেরা। সভাস্থলে হাততালিতে মুখর হয়ে ওঠে পরিবেশ।

কেন নিজেকে ফের প্রার্থী হিসেবে দেখছেন দিন্দা?

এদিন নিজেকে ফের ময়নার প্রার্থী হিসেবে ঘোষণা করার কারণও ব্যাখ্যা করেন অশোক দিন্দা (Ashok Dinda)। তিনি বলেন, “গত সাড়ে চার বছর ধরে আমি ময়না বিধানসভাতেই পড়ে আছি। সবসময় মানুষের কথা ভাবি।” দিন্দার বক্তব্য, এলাকার মানুষের প্রতি দায়িত্ববোধ ও কাজের জোরেই তিনি আবারও এই কেন্দ্র থেকে লড়তে চান।

‘SIR’ নিয়েও করলেন মন্তব্য দিন্দা

বিজেপির এই বিধায়ক এদিন ভোটার তালিকা যাচাই (Special Intensive Revision) নিয়েও মুখ খোলেন। তিনি বলেন, “বাংলায় SIR হবে। এবং ৮০ লক্ষ থেকে ১ কোটি মানুষের নাম বাদ যাবে। SIR-এ ৮০ লক্ষ মানুষের নাম বাদ গেলে তৃণমূল দুমড়ে-মুচড়ে পড়বে।” তাঁর এই মন্তব্য ঘিরেও রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন চর্চা।

Ashok Dinda declares himself BJP candidate from Moyna for 2026 Bengal polls

আরও পড়ুনঃ খিদে মেটাতে মাঠে নেমেছে পুলিশ! কৃষ্ণনগরের গ্রামে ‘অপুষ্টি বিরোধী অভিযান’ ঘিরে তোলপাড়

প্রসঙ্গত, দিন কয়েক আগেই তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডলও সাঁইথিয়ায় নিজের দলের প্রার্থী লীলাবতি সাহার নাম ঘোষণা করেছিলেন। সেই ধারা অনুসরণ করেই বিজেপির পক্ষ থেকেও কার্যত প্রার্থী ঘোষণা করে দিলেন অশোক দিন্দা‌(Ashok Dinda), এমনই মন্তব্য রাজনৈতিক মহলের।