বাংলাহান্ট ডেস্ক : যত দিন যাচ্ছে, সোনা (Gold Price) ও রূপোর দাম ততই মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। ২০২৫ সালে সোনা এবং রূপো দুই ধাতুর দামই সর্বকালের রেকর্ড ছুঁয়ে ফেলেছে। ধনতেরসে চড়া দাম থাকা সত্ত্বেও কেনাকাটায় প্রভাব পড়েনি। দেশ জুড়ে সোনা (Gold Price) রূপো কেনার অঙ্কটা গত বছরের হিসেবকেও ছাপিয়ে গিয়েছে। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে এমন দিন আসতে দেরি নেই যেদিন সোনা (Gold Price) রূপো মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাবে। এমতাবস্থায় অনেকের মনেই প্রশ্ন, কবে কমবে সোনার দাম?
আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি সোনার (Gold Price)
একাধিক কারণে সোনার (Gold Price) দাম বৃদ্ধি হয়। অনেকেই আশা করে রয়েছেন দীপাবলি এবং ছটপুজোর পর সোনালি ধাতুর দাম কমলেও কমতে পারে। এবার এ বিষয়ে বড় আপডেট দিল এইচএসবিসি ব্যাঙ্ক। এই শীর্ষস্থানীয় ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, ২০২৬ এর প্রথম দিকে আন্তর্জাতিক বাজারে সোনার (Gold Price) দাম আউন্স প্রতি ৫০০০ ডলার ছুঁয়ে ফেলতে পারে। বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা, উত্তেজনা বৃদ্ধি থেকে বাজারে নতুন ক্রেতাদের আগমনের মতো কারণের জন্য বাড়ে সোনার দাম।
কবে কমবে দাম: বর্তমানে সোনার (Gold Price) দাম রয়েছে প্রতি আউন্সে ৪০০০ ডলারের কিছু বেশি। অর্থাৎ ছট পুজোর পরেও দাম কমার সম্ভাবনা নেই বলেই মনে করছে এইচএসবিসি ব্যাঙ্ক। উপরন্তু কেন্দ্রীয় ব্যাঙ্কও প্রচুর সোনা কিনে রেখেছে। ইটিএফ এ বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি মার্কিন সুদের হার কমার আশায় সোনার (Gold Price) দাম বেড়েছে। বাজারের তথ্য বলছে, প্রতি আউন্স স্পট সোনার দাম ৪৩০০ ডলারের থেকেও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ২০০৮ সালের ডিসেম্বরের পর থেকে সোনার (Gold Price) জন্য সবথেকে বেশি সাপ্তাহিক বৃদ্ধি হয়েছে।
আরও পড়ুন : ধনতেরসে ১১ মাসের মেয়েকে সোনা উপহার কাঞ্চনের, নেটিজেনদের প্রশ্ন, ‘ছেলেটাকে কী দিলেন?’
কী বলছেন বিশেষজ্ঞরা: ব্যাঙ্কের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ এর প্রথমার্ধে সোনার (Gold Price) দামে উর্দ্ধগতি বজায় থাকবে। তবে বছরের দ্বিতীয়ার্ধে দামে ওঠানামা লক্ষ্য করা যেতে পারে। দাম তখন কিছুটা কমলেও কমতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন : দুমাসও কাটল না, সিরিয়াল ছাড়তে বাধ্য হলেন তুলিকা বসু! ইন্ডাস্ট্রিকে নিয়ে বিষ্ফোরক অভিনেত্রী
বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১.৩১ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে। রূপোর দামও রয়েছে প্রতি কেজি প্রায় ১.৯০ লক্ষ টাকা। ২২ ক্যারেট সোনার দাম ৯৮,২৯০ টাকারও বেশি। এই পরিস্থিতিতে হলুদ ধাতুর দাম কমার আশায় রয়েছেন মধ্যবিত্তরা।