বাংলাহান্ট ডেস্ক : পুজো মিটতেই ফের জমে উঠতে চলেছে টিআরপির লড়াই। প্রথম সারির দুই চ্যানেল জি বাংলা এবং স্টার জলসা একের পর এক নতুন সিরিয়ালের (Serial) প্রোমো এনে চমকে দিচ্ছে দর্শকদের। বেশ কিছুদিন ধরেই জি বাংলার দর্শকরা অপেক্ষায় ছিলেন এই চ্যানেলের আসন্ন মেগার প্রোমো দেখার জন্য। কয়েক সেকেন্ডের প্রথম ঝলকেই জানা গিয়েছিল, এই সিরিয়ালের (Serial) হাত ধরে ফিরছেন পল্লবী শর্মা এবং বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। অবশেষে দীপাবলির আগের দিন ঘটল প্রতীক্ষার অবসান।
প্রকাশ্যে পল্লবী-বিশ্বরূপের আসন্ন সিরিয়ালের (Serial) প্রোমো
আসন্ন সিরিয়ালের (Serial) নাম ‘তারে ধরি ধরি মনে করি’। প্রোমোর শুরুতেই দেখা যায় মায়াপুর ধাম। কৃষ্ণনাম দিয়ে শুরু হওয়া প্রোমো থেকে স্পষ্ট বোঝা যায়, ভক্তি এবং প্রেমের মিশেলে এক অভিনব গল্প উপহার দিতে চলেছে জি বাংলা। এই সিরিয়ালের (Serial) গল্পে পাওয়া যাবে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়ার আখ্যান, তেমনই আভাস পাওয়া গিয়েছে প্রোমোতে।
প্রোমো দেখে মুগ্ধ দর্শক: প্রোমোতে একটি সংলাপও শোনা যায়নি পল্লবীর মুখে। তবে তাঁর মুখের অভিব্যক্তিই নাড়া দিয়েছে দর্শকদের মনে। গোরা আর রূপমঞ্জরির কাহিনি জানার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন দর্শকরা। প্রোমো যে সকলেরই বেশ মনে ধরেছে তার প্রমাণ মিলেছে কমেন্ট বক্সেই। নতুন ধরণের গল্প দেখার আশায় কৌতূহলী অনেকেই।
আরও পড়ুন : দুমাসও কাটল না, সিরিয়াল ছাড়তে বাধ্য হলেন তুলিকা বসু! ইন্ডাস্ট্রিকে নিয়ে বিষ্ফোরক অভিনেত্রী
কোন স্লটে আসবে নতুন সিরিয়াল: তবে এই নতুন সিরিয়ালের (Serial) প্রোমো প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা মাথাচাড়া দিয়ে উঠেছে তা হল, কোন স্লটে আসবে এই ধারাবাহিক? এই মুহূর্তে জি বাংলার অধিকাংশ ধারাবাহিকই (Serial) টিআরপি তালিকায় ভালো ফল করছে। বিশেষ করে সন্ধ্যা সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত পরপর তিনটি সিরিয়ালই টিআরপি টপার।
আরও পড়ুন : সোনার দামে লাল সংকেত, ছট পুজোর পর থেকে নিম্নমুখী হবে দর? যা পূর্বাভাস দিলেন বিশেষজ্ঞরা…
এদিকে পল্লবী শর্মার নতুন সিরিয়াল চ্যানেল প্রাইম টাইমে দেবে বলেই মনে করা হচ্ছে। এমতাবস্থায় গুঞ্জন ছড়িয়েছে ‘ফুলকি’র শেষ হয়ে যাওয়া নিয়ে। যদিও এ বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ এখনও কোনও ঘোষণাই করেনি। তবে স্টার জলসার নতুন সিরিয়ালগুলির স্লটের হিসেব করেই এই ধারাবাহিকের স্লট ঘোষণা করা হবে বলে মনে করছেন দর্শকরা।