বাংলাহান্ট ডেস্ক : কালীপুজোর উদযাপনেও রাজনীতির আঁচ। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন। তার আগে প্রতি বছরের মতো এবছরও নিজের বাড়িতে মাতৃ আরাধনায় ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর মাঝেই রাজনৈতিক মহলে ঝড় তুলে বড়সড় ‘দাবি’ করে বসলেন দলীয় মুখপাত্র কুণাল ঘোষ। জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড ভাঙবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর পদে তাঁর মেয়াদও আগেভাগে ঘোষণা করে দিলেন কুণাল।
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখ্যমন্ত্রিত্ব নিয়ে বড় ঘোষণা কুণালের
কালীপুজোর শুভ দিনে কুণাল ঘোষের একটি পোস্টে চাঞ্চল্য ছড়াল রাজ্য রাজনীতিতে। বিরোধীদের তীব্র কটাক্ষ শানিয়ে তিনি লিখেছেন, ‘জনভিত্তিহীন নাটকবাজ বিরোধীপক্ষ এবং ঈর্ষাকাতর, অবসাদগ্রস্ত, হতাশ কিছু কুৎসাকারীকে এক নাগরিক হিসেবে বলে রাখি- জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড ভেঙে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী তিনিই। ওই সময়টার আগেপরে থেকে তাঁর আশীর্বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব শুরু।’ উল্লেখ্য, ১৯৭৭ সালের ২১ জুন থেকে ২০০০ সালের ৫ নভেম্বর পর্যন্ত ২৩ বছরেরও বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু।
কী লিখেছেন কুণাল: এখানেই শেষ নয়। কুণাল আরও লিখেছেন, ‘এর মধ্যে ২০২৯ এ যদি মমতাদি প্রধানমন্ত্রী হন, তাহলে আলাদা কথা) বিরোধীরা মিডিয়া, সোশ্যাল মিডিয়াতেই থাকুন। তৃণমূল নবান্নে সুন্দর, বিরোধীরা ফেসবুকে’। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যখন শাসক বিরোধী তরজা তুঙ্গে, তখনই কুণাল ঘোষের এহেন পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধীরাও।
জনভিত্তিহীন নাটকবাজ বিরোধীপক্ষ এবং ঈর্ষাকাতর, অবসাদগ্রস্ত, হতাশ কিছু কুৎসাকারীকে এক নাগরিক হিসেবে বলে রাখি-
জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড ভেঙে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2036 পর্যন্ত মুখ্যমন্ত্রী তিনিই। ওই সময়টার আগেপরে থেকে তাঁর আশীর্বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 20, 2025
আরও পড়ুন : চিকেন-মটন সব ফেল, হাঁসের মাংসের এই বাংলাদেশি রেসিপি করলে নিমেষে সাবাড় হবে একথালা ভাত
কটাক্ষের ঝড় বিরোধী শিবিরে: বিজেপির একাংশের কটাক্ষ, তৃণমূল এখন রাজনীতি নয়, বরং ভবিষ্যদ্বাণীর চর্চায় মেতেছে। খোঁচা দিতে ছাড়েনি সিপিএমও। এক বাম নেতা মন্তব্য করেন, তৃণমূলের (Mamata Banerjee) আত্মতুষ্টির বহিঃপ্রকাশ এটা। গণতান্ত্রিক রাজনীতিতে কেউ কারোর মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ নির্ধারণ করতে পারে না। সবুজ শিবিরেরও একাংশের মত, দলের আত্মবিশ্বাসটাই প্রতিফলিত হয়েছে কুণাল ঘোষের মন্তব্যে।
আরও পড়ুন : সোনার গয়নায় সাজবেন মা কালী, শহরের ৪৮ টি মণ্ডপে নিরাপত্তার দায়িত্বে খোদ কলকাতা পুলিশ
যাঁকে নিয়ে এত চর্চা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অবশ্য ব্যস্ত বাড়ির কালীপুজোয়। প্রতি বছর নিজের কালীঘাটের বাড়িতে মাতৃ আরাধনা করেন তিনি। রবিবার সোশ্যাল মিডিয়ায় বাড়ির মা কালীর বিগ্রহের ছবি শেয়ার করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রতি বছর নিজে হাতে ভোগ রাঁধেন তিনি। পুজোর খুঁটিনাটি সবেতেই নজর থাকে তাঁর। মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় উপস্থিত থাকতে দেখা যায় একাধিক দলীয় নেতা মন্ত্রী সহ বিশেষ অতিথিদেরও।