বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি থাকলেও সঠিক স্টকে বিনিয়োগ করলে হওয়া যায় লাভবান। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি স্টকের প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি ইতিমধ্যেই বিনিয়োগকারীদের মালামাল করেছে। মূলত, আজ আমরা আপনাদের জানাবো সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কের শেয়ারের প্রসঙ্গ।
বিনিয়োগকারীদের মালামাল করেছে এই শেয়ার (Share Market):
সোমবার এই শেয়ারে জোরালোভাবে কেনাকাটা হয়েছে। এমতাবস্থায়, কোম্পানির শেয়ারের (Share Market) দাম ১৯.৩২ শতাংশ বেড়ে ৩৮.৪০ টাকায় পৌঁছেছে। এটি এই ব্যাঙ্কিং স্টকের জন্য সর্বকালের সর্বোচ্চ দর হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু তাই নয়, গত ৩৭ মাসের মধ্যে সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কের শেয়ারের জন্য এটি একদিনে সবচেয়ে বড় বৃদ্ধি। সোমবার দুপুর ১ টা বেজে ৩০ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৩ কোটি ৮০ লক্ষ শেয়ার কেনা-বেচা হয়েছে। যা এই ব্যাঙ্কিং স্টকের গড় ২৯ মিলিয়ন শেয়ারের তুলনায় ৮ গুণ বেশি।
কেন শেয়ারে উত্থান: সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কের শেয়ারের দামের উত্থানের পেছনে অন্যতম কারণ হল সেপ্টেম্বর ত্রৈমাসিকের ফলাফল। এই ব্যাঙ্কটি দ্বিতীয় ত্রৈমাসিকে সর্বোচ্চ নিট প্রফিট অর্জন করেছে। যার পরিমাণ হল ৩৫১ কোটি টাকা। এটি ইয়ার-টু-ইয়ার নিরিখে ৮ শতাংশ বৃদ্ধিকে প্রদর্শন করে। ১ বছর আগের একই ত্রৈমাসিকে সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কের নিট প্রফিট ছিল ৩২৫ কোটি টাকা।
আরও পড়ুন: অত্যধিক শুল্কের মোক্ষম জবাব পেল আমেরিকা! ২৪ টি দেশের সঙ্গে বড় ডিল সম্পন্ন করল ভারত
জানিয়ে রাখি যে, ব্যাঙ্কের নিট সুদের আয় ৮ শতাংশ কমে ৮০৮ কোটি হওয়া সত্ত্বেও এই ফলাফল সামনেএসেছে। তবে, সেপ্টেম্বর ত্রৈমাসিকে নন-ইন্টারেস্ট ইনকাম বার্ষিক ভিত্তিতে ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫১৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।
আরও পড়ুন: বিহারের নির্বাচনে “এন্ট্রি” বৈভব সূর্যবংশীর! পেলেন বিশেষ দায়িত্ব
এই বছর ব্যাঙ্কের শেয়ারের দাম: উল্লেখ্য যে, ২০২৫ সালের মার্চ মাস থেকে এই কোম্পানির শেয়ারের দাম ঊর্ধ্বমুখী। তখন থেকে শেয়ারটির দাম ৭০ শতাংশ বেড়েছে। এই বছর এখনও পর্যন্ত সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কের শেয়ারের (Share Market) দাম ৫৫.৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এহেন গতি অব্যাহত থাকলে, টানা চতুর্থ বছরের জন্য এই ব্যাঙ্কের শেয়ারের দাম বৃদ্ধি পাবে। BSE-র তথ্য অনুসারে, এই ব্যাঙ্কে প্রোমোটারের অংশীদারিত্ব শূন্য শতাংশ। অপরদিকে, পাবলিকের ১০০ শতাংশ অংশীদারিত্ব রয়েছে।
বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।