বাংলাহান্ট ডেস্ক: আধার কার্ড (Adhaar Card) এখন ভারতের নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পরিচয় প্রমাণ থেকে শুরু করে ঠিকানা, ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্প, স্কুল-কলেজে ভর্তি কিংবা চাকরি—সবক্ষেত্রেই আধার প্রয়োজনীয়। তাই আধারে কোনো ভুল থাকলে তা বড় সমস্যার কারণ হতে পারে। এই বিষয়টি মাথায় রেখে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার আপডেট সংক্রান্ত কিছু নতুন নিয়ম জারি করেছে, যা জানা প্রত্যেক আধারধারীর জন্য জরুরি।
আধার কার্ডে (Adhaar Card) বড় বদল আনল UIDAI
UIDAI-এর নির্দেশিকা অনুযায়ী, আধার কার্ডে (Adhaar Card) নাম সংশোধনের সুযোগ সীমিত। অর্থাৎ, কেউ যদি নামের বানানে ভুল পান বা পদবী বা টাইটেল যুক্ত করতে চান, তা এক বা দুইবারের বেশি করা সম্ভব নয়। একবার নাম পরিবর্তন করার পর আবার সংশোধনের সুযোগ পাওয়া যায় না। তাই প্রথমবার নাম সংশোধনের সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। সংশোধনের সময় পাসপোর্ট, ভোটার আইডি বা প্যান কার্ডের মতো বৈধ নথি সঙ্গে রাখা এবং প্রতিটি অক্ষর ভালোভাবে পরীক্ষা করা প্রয়োজন। কারণ একটি ছোট ভুল ভবিষ্যতে বড় সমস্যার জন্ম দিতে পারে।
আরও পড়ুন:গিনেস বুকে ফের অযোধ্যা, দীপাবলিতে নতুন রেকর্ড! সরযূ তীরে একসঙ্গে জ্বলে উঠল ২৬ লক্ষ প্রদীপ
এছাড়া, আধার কার্ডে (Adhaar Card) লিঙ্গ (Gender) সংশোধনের ক্ষেত্রেও UIDAI কঠোর নিয়ম প্রয়োগ করেছে। লিঙ্গ একবার পরিবর্তনের পর পুনরায় তা সংশোধন করা যাবে না। জেন্ডার সংশোধনের সময় বৈধ প্রমাণপত্র বা স্বঘোষণাপত্র (Self-declaration) জমা দেওয়া বাধ্যতামূলক। তাই এই পরিবর্তন করার আগে ভালভাবে যাচাই করে নেওয়া উচিত, কারণ একবার পরিবর্তন হয়ে গেলে আর দ্বিতীয় সুযোগ পাওয়া যাবে না।
তবে আধারে (Adhaar Card) ঠিকানা (Address) পরিবর্তনের ক্ষেত্রে UIDAI কিছুটা নমনীয়। কেউ যদি বাড়ি পরিবর্তন করেন বা অন্য শহরে স্থানান্তরিত হন, তবে প্রয়োজনে একাধিকবার ঠিকানা পরিবর্তন করা যেতে পারে। প্রতিবারই ঠিকানার প্রমাণ হিসেবে বিদ্যুতের বিল, ব্যাংক স্টেটমেন্ট বা ভাড়ার চুক্তিপত্র (Rent Agreement) জমা দিতে হয়। মোবাইল নম্বর এবং ইমেল আইডিও অনলাইনে সহজেই পরিবর্তন করা যায় এবং এর জন্য OTP-এর মাধ্যমে যাচাইকরণ (Verification) প্রক্রিয়া সম্পন্ন হয়।
আরও পড়ুন:দীপাবলিতে মিলল দুর্ধর্ষ রিটার্ন! এই ব্যাঙ্কিং স্টক বিনিয়োগকারীদের করল মালামাল
UIDAI জানিয়েছে, আধার (Adhaar Card) আপডেটের সময় ভুল তথ্য দিলে আপডেটের অনুরোধ বাতিল হতে পারে। তাই অনলাইনে বা অফলাইনে আপডেট করার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। ভুল তথ্যের কারণে শুধু আপডেট বাতিল হয় না, নথিপত্রের মিল খুঁজতেও সমস্যা দেখা দেয়। এর ফলে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ, পাসপোর্টের আবেদনসহ একাধিক কাজ ব্যাহত হতে পারে।
সংক্ষেপে, UIDAI-এর নতুন নিয়ম অনুসারে আধার (Adhaar Card) আপডেট এখন আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ হয়েছে। তবে এর অর্থ এই নয় যে ভুল সংশোধনের সুযোগ সীমাহীন। বরং নাগরিকদের সতর্ক থাকতে হবে যাতে প্রথমবারেই সঠিক তথ্য প্রদান করা যায়। কারণ আধারে একবার ভুল হলে, পরবর্তীতে তা সংশোধন করা অনেক সময় জটিল হয়ে যায়। তাই আধার আপডেটের সময় প্রতিটি তথ্য যাচাই করে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়াই বুদ্ধিমানের কাজ।