বাংলাহান্ট ডেস্ক : টেলিপাড়ার ‘হ্যাপেনিং কাপল’ তিয়াশা লেপচা (Tiyasha Lepcha) এবং সোহেল দত্ত। মাঝে একবার দুজনের পথ আলাদা হলেও ফের ভালোবাসার টানে আবারও মিলিত হয়েছেন তাঁরা। দুর্গাপুজোটা একসঙ্গেই কাটিয়েছেন সোহেল তিয়াশা (Tiyasha Lepcha)। এবার অভিনেতার বাড়ির কালীপুজোয় কী দায়িত্ব নিলেন অভিনেত্রী?
সোহেলের বাড়ির পুজোয় তিয়াশা (Tiyasha Lepcha)
নতুন সিরিয়ালে যোগ দিয়েছেন তিয়াশা (Tiyasha Lepcha)। স্টার জলসার দীর্ঘদিনের ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য় নতুন চরিত্রে যোগ দিয়েছেন তিনি। তাই বেশি সময় দিতে পারবেন না তা আগে থেকেই জানা ছিল। বেশি দায়িত্ব তাই দেওয়া হয়নি তিয়াশার (Tiyasha Lepcha) কাঁধে। তবে এদিন ছুটি পেয়েছেন অভিনেত্রী।
দীর্ঘ ৫০ বছরের পুরনো পুজো: সোহেল জানান, তিনিই অনেকটা দায়িত্ব সামলাচ্ছেন আজ। তিয়াশার (Tiyasha Lepcha) এদিনও শুটিং রয়েছে অবশ্য। দীর্ঘ ৫০ বছরের পুরোনো সোহেলের বাড়ির পুজো। অভিনেতার মামা মাত্র ৭ বছর বয়সে শুরু করেছিলেন এই পুজো। সোহেল জানান, আগে তাঁর মামাই দায়িত্ব নিয়ে আয়োজন করতেন এই পুজোর। কিন্তু এখন বয়স হওয়ায় তাঁর উপরে বেশি দায়িত্ব দেন না সোহেল।
আরও পড়ুন : বহুতল আবাসনে বদ্ধ জায়গায় রমরমিয়ে চলছে বাজির দোকান! শাসকদলকে কাঠগড়ায় তুললেন শ্রীলেখা
মুখ্যমন্ত্রীর পুজোয় যাবেন সোহেল: অভিনেতা জানান, প্যান্ডেল সাজানো সহ বাকি পুজোর সমস্ত কাজ সামলাচ্ছেন তিনিই। অবশ্য এদিন আগে তিনি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোয়। সঙ্গে থাকবেন তিয়াশাও (Tiyasha Lepcha)। রাতে তাঁর নিজের বাড়ির পুজো। সেখানে থাকবেন বাকি সময়টা।
আরও পড়ুন : দীপাবলির জৌলুসে শোকের ছায়া, ৮৪ বছর বয়সে প্রয়াত আসরানি, স্তব্ধ বলিউড
কী কী থাকছে পুজোর ভোগে? সোহেল জানান, পোলাও, আলুরদম সহ আরও কিছু পদ থাকছে ভোগের মেনুতে। তবে আগামীকাল ভোগ বিতরণের সময় তিয়াশা সঙ্গেই থাকবেন বলে জানান সোহেল।