বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের প্রস্তুতির আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR ঘিরে ফের গরম রাজনৈতিক অন্দরমহলে। এই প্রক্রিয়াকে কেন্দ্র করেই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) দলীয় নেতাদের সতর্ক করলেন কঠোর ভাষায়। সূত্রের খবর, দলের এক অভ্যন্তরীণ ভার্চুয়াল বৈঠকে শমীক বার্তা দিয়েছেন “এসআইআরে কোনও গাফিলতি চলবে না। না হলে ২০২৬ সালের নির্বাচনের পর বিজেপি কঠিন সময়ের মুখে পড়বে।”
‘তৃণমূল দখল করে নেবে কার্যালয়’, সতর্ক শমীক
শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) বলেন, যদি দলের নেতা-কর্মীরা এসআইআরের কাজ নিয়ে অবহেলা করেন, তবে এর ফল ভয়ানক হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যেভাবে জেলার জেলায় আমাদের সুদৃশ্য কার্যালয় তৈরি হয়েছে, সবকটাই দখল করে নেবে তৃণমূল। তখন আর শীতাতপনিয়ন্ত্রিত ঘরে বসে রাজনীতি হবে না। এমনকী, ভার্চুয়াল বৈঠক করার লোকও খুঁজে পাওয়া যাবে না!”
রাজনৈতিক মহলে অনেকে বলছেন, ভোটের আগেই সংগঠনের শৃঙ্খলা ধরে রাখতে চাইছেন শমীক (Samik Bhattacharya)। কারণ, বহু জায়গায় বুথস্তরীয় নেতা-কর্মীদের অনীহা দেখা যাচ্ছে। অনেকেই বিএলএ-২ (বুথ লেভেল এজেন্ট) হিসেবে কাজ করতে আগ্রহ দেখাচ্ছেন না।
বুথে বুথে অনীহা, চিন্তায় রাজ্য নেতৃত্ব
জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বুথ এজেন্টদের প্রশিক্ষণ দিচ্ছেন বিজেপির রাজ্য নেতারা। কিন্তু উপস্থিতি আশানুরূপ নয়। যাঁরা বিএলএ প্রশিক্ষণ ও এসআইআর রূপায়ণের দায়িত্বে রয়েছেন, তাঁদের উদ্দেশে শমীকের কড়া বার্তা দিয়ে বলেন, “যদি মনে করেন, এটা আর পাঁচটা কাজের মতোই, তাহলে ভুল করছেন। এটা শুধুমাত্র দায়িত্ব নয়, এটা অস্তিত্বের প্রশ্ন।”
এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও (Samik Bhattacharya) এসআইআরের পক্ষে সওয়াল করেছেন। তিনি বলেছেন, “এসআইআরের বিরোধিতা করলে গুলি খেতে হবে।” এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই জোর বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, শাসক তৃণমূলের সাংগঠনিক শক্তির সঙ্গে টক্কর দিতে এখন বিজেপি মাঠে নামিয়ে দিয়েছে নেতা-কর্মীদের, আর তাতেই বাড়ছে উত্তেজনা।
আরও পড়ুনঃ ‘মুখ্যমন্ত্রী যদি একশো দেন, পঁচিশ টাকার কাজ হয়’, বিস্ফোরক জাকির হোসেন
অন্যদিকে, শমীকের (Samik Bhattacharya) এই হুঁশিয়ারি দলীয় কর্মীদের সক্রিয় করতে এবং এসআইআর প্রক্রিয়ায় সর্বোচ্চ মনোযোগ নিশ্চিত করতেই বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।